সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাশেজে (Ashes) চুনকাম হওয়ার আতঙ্ক তাড়া করছে ইংল্যান্ডকে। নাহলে অস্ট্রেলিয়াকে ১৫২ রানে গুটিয়ে দেওয়ার পর এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে বেন স্টোকসের দল? বিখ্যাত 'বক্সিং ডে' টেস্টে এই চিত্রই দেখা গেল। মেলবোর্নে উপস্থিত ৯৪,১৯৯ জন দর্শক দেখলেন প্রথম দিনই ২০ উইকেট পড়তে।
শুক্রবার প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের সামনে পড়ে অস্ট্রেলিয়া। ট্রাভিড হেড থেকে স্টিভ স্মিথ, উসমান খোয়াজা থেকে অ্যালেক্স ক্যারি কেউই রান পেলেন না। প্রথম ইনিংসে ১৫২ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড ব্যাটাররাও ২২ গজে কাঁপতে শুরু করলেন। নেসার, বোল্যান্ড, স্টার্কের সামনে মাত্র ১১০ রানে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। ৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৪।
মেলবোর্ন টেস্ট দর্শক সংখ্যার বিচারে নতুন ইতিহাস লিখেছে। অ্যাশেজের ইতিহাসে কোনও টেস্টে এক দিন এত দর্শক গ্যালারিতে ভিড় জমাননি। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের থেকে ৪৬ রানে এগিয়ে অজিরা। ম্যাচের যা অবস্থা, তাতে দু'দিনের মধ্যে টেস্ট শেষ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তা যদি হয়, তাহলে পারথ টেস্টকেও ছাপিয়ে যাবে মেলবোর্ন।
যদিও ইতিমধ্যেই পারথকে ছাপিয়ে গিয়েছে এই টেস্ট। চলতি সিরিজের প্রথম টেস্ট হয়েছিল পারথে। সেদিন দুই দলের দুই ইনিংস মিলিয়ে পড়েছিল ১৯ উইকেট। সেসব ছাপিয়ে মেলবোর্নে গুনে গুনে পড়েছে ২০ উইকেট। ১০টা করে উইকেট হারিয়েছে দুই দলই। ১৯০৯ সালে মেলবোর্নেই এক দিনে এতগুলো উইকেট পড়েছিল। অর্থাৎ ১১৬ বছর পর এক দিনে ২০ উইকেট পড়ল।
শুক্রবার টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। শুরুতেই হেড ফেরেন ১২ রানে। প্রথম চার ব্যাটারের কেউ রান পাননি। রান পাননি ওয়েদারল্ড (১০), লাবুশানে (৬), স্মিথ (৯)। এরপর খোয়াজা (২৯) এবং ক্যারি (২০) মিলে ৩৮ রানের জুটি গড়ে তোলেন। শেষের দিকে নেসের ৩৫ রান না করলে দেড়শো পেরত না অস্ট্রেলিয়া। ৪৫ রানে ৫ উইকেট নিলেন জশ টং। একবিংশ শতাব্দীতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট পাঁচ উইকেট নিয়ে প্রথম ইংরেজ বোলার হিসাবে নজির গড়লেন তিনি। অ্যাটকিনসনের শিকার ২ উইকেট। ব্রাইডন কার্স ও অধিনায়ক স্টোকস ভাগ করে নিলেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে বিশেষ সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ১৬ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা। জ্যাক ক্রলি (৫), বেন ডাকেট (২) জেকব বেথেল (১), জো রুট (০) কেউ রান পাননি। অবস্থা বেগতিক বুঝে প্রতি আক্রমণের পথ বেছে নেন হ্যারি ব্রুক। ৩৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। শেষের দিকে অ্যাটকিনসনের ২৮ রানে ভর করে কোনওক্রমে ১০০ পেরয় ইংল্যান্ড। নেসের পান ৪ উইকেট। বোলান্ড ৩টি। স্টার্ক ও ক্রিন যথাক্রমে নিলেন ২টি এবং ১টি উইকেট। দ্বিতীয় ইনিংসে মাত্র এক ওভার ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। সবচেয়ে বড় ব্যাপার, ওপেনার হিসাবে নামলেন নাইট ওয়াচ ম্যান বোলান্ড। একটি চার মেরে তিনি স্বাগতও জানালেন অ্যাটকিনসনকে।
