মহা বিতর্কে রিঙ্কু সিং। ধর্মীয় আবেগকে আঘাত করার অভিযোগে ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে আলিগড়ের সাসনি গেট থানায় এফআইআর দায়ের করেছে কর্নি সেনা। অভিযোগ, সম্প্রতি ফেসবুকে এআই দিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেন রিঙ্কু। সেখানে হিন্দু ধর্মের ঈশ্বরদের সানগ্লাস পরে গাড়িতে বসে থাকতে দেখা যায়। আর গাড়িটি চালাচ্ছিলেন হনুমানজি। তাতেই পদক্ষেপ নিয়েছে কর্নি সেনা। এর সঙ্গে নাইট তারকাকে নিয়ে আলিগড়ের কর্নি সেনার কর্মকর্তার বক্তব্য, "শাহরুখ খানের মতো রিঙ্কু সিংও জেহাদি মানসিকতা দেখাল।"
সোশাল মিডিয়ায় নতুন ট্রেন্ড এই ভিডিও। অভিযোগ রিঙ্কু যে ভিডিওটি পোস্ট করেন, তাতে দেখা যায় তিনি শট মারছেন। সঙ্গে ক্যাপশন, 'কে তোমাকে ক্রিকেটার বানাল?' এরপর দেখা যায়, হিন্দুদের ঈশ্বর মহাদেব, বিষ্ণু, গণেশ ও হনুমান একটি থার গাড়িতে বসে আছেন। সকলের চোখেই কালো চশমা। গাড়িটা চালাচ্ছেন বজরংবলি। নেপথ্যে বাজছে ইংরেজি গান। অনেকের বক্তব্য, ঈশ্বরের আশীর্বাদেই তিনি ক্রিকেটার হয়েছেন ও তাঁরা এখনও পাশে আছেন, এটা বোঝানোই ভিডিওটির উদ্দেশ্য ছিল।
যদিও উত্তরপ্রদেশের জেলা সভাপতি সুমিত তোমার একটি সংবাদমাধ্যমকে বলেন, "রিঙ্কু সিং শাহরুখের আইপিএল দলের সদস্য। শাহরুখের মতো রিঙ্কুও নিজের আসল চেহারা দেখাল। আমাদের ঈশ্বরের চোখে চশমা পরিয়েছে, গাড়িতে চড়িয়েছে এবং ইংরেজি গানের সঙ্গে নাচ করিয়েছে। আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে রিঙ্কু। কর্নি সেনা সেটা মেনে নেবে না। রিঙ্কুকে সর্বসমক্ষে হাতজোড় করে সনাতন ধর্মের কাছে ক্ষমা চাইতে হবে। যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা আরও বড় আন্দোলনে নামব।"
সাসনি গেট থাকার পুলিশের বক্তব্য, এই ভিডিওর সত্যতা যাচাই করা হবে। তদন্তের পরই আইনি পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, রিঙ্কুর স্ত্রী প্রিয়া সরোজ সমাজবাদী পার্টির সাংসদ। তাঁদের বাগদান অনুষ্ঠানেও অখিলেশ যাদব, ডিম্পল যাদবের মতো রাজনীতিবিদরা এসেছিলেন। অন্যদিকে বাংলাদেশি মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া নিয়ে বিতর্কে বিদ্ধ হয়েছিলেন নাইট মালিক শাহরুখ খান। পরে অবশ্য মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়।
