shono
Advertisement
Ravindra Jadeja-Shubman Gill

কিউয়িদের বিরুদ্ধে হারের 'শাস্তি', গিল-জাড্ডুকে রনজি খেলার নির্দেশ ভারতীয় বোর্ডের!

প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। কোহলির ফর্ম ছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলে দিয়ে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 01:35 PM Jan 19, 2026Updated: 02:01 PM Jan 19, 2026

প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। কোহলির ফর্ম ছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলে দিয়ে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হল। ওয়ানডেতে অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এখনও সিরিজ জিততে পারেননি। যা নিয়ে একেবারেই খুশি নয় বিসিসিআই। জানা গিয়েছে, এর জন্য 'শাস্তি' পাবেন গিল। ইতিমধ্যেই তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

কেবল গিল নয়। একই নির্দেশ দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja)। এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিশেষ কোনও হেরফের না হলে গিল এবং জাড্ডুর রনজি খেলা একপ্রকার নিশ্চিত। ২২ জানুয়ারি থেকে রনজিতে মুখোমুখি হবে পাঞ্জাব বনাম সৌরাষ্ট্র। অর্থাৎ দুই তারকা একে অপরের মুখোমুখি হবেন।

এই মরশুমে এখনও পর্যন্ত কোনও রনজি ম্যাচে অংশ নেননি গিল। আগের মরশুমে শেষ বার পাঞ্জাবের জার্সি গায়ে কর্নাটকের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। অন্যদিকে, চলতি মরশুমে সৌরাষ্ট্রের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন জাদেজা। কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ বা বিশ্বকাপের দলেও তাঁরা নেই। অর্থাৎ আইপিএলের আগে ম্যাচ নেই তাঁদের। সেই কারণে রনজির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে মাঠে নামতে অসুবিধা হওয়ার কথা নয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিলের রান যথাক্রমে ৫৬, ৫৬ এবং ২৩। প্রশ্ন উঠবেই, আদৌ কি ওয়ানডেতে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি তিনি? কারণ, এর আগে রোহিত-কোহলি-ধোনিরা সামনে থাকে নেতৃত্ব দিতেন। ফিল্ডিংয়ের সময় উদ্বুদ্ধ করতেন। সঙ্গে রান করতেন। গিল দু'টোর কোনওটাই করছেন না। অন্যদিকে, ৩৭ বছর বয়সি জাদেজা তিন ম্যাচে ২৩ ওভার বল করেছেন। ১৪১ রান দিলেও উইকেটশূন্য ছিলেন। পাশাপাশি মাত্র ৪৩ রান করেন। এই সিরিজের পর কিন্তু জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা উঠতে বাধ্য। পিছনে অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটার সুযোগের অপেক্ষা করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement