shono
Advertisement
Chennai Super Kings

বিমান নয়, যেন সিএসকের জার্সি! ধোনি ব্রিগেডের রঙে নতুন এয়ারবাস এতিহাদের, ভাইরাল ভিডিও

কবে থেকে উড়বে এই বিশেষ বিমান?
Published By: Anwesha AdhikaryPosted: 11:55 PM Dec 04, 2024Updated: 12:14 AM Dec 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের সফলতম দল। পাঁচবার চ্যাম্পিয়নের ট্রফি গিয়েছে তাদের ক্যাবিনেটে। এবার সেই চেন্নাই সুপার কিংসের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। কারণ সেই দলের নামে আস্ত একটা বিমান চালু করে ফেলেছে উড়ান সংস্থা এতিহাদ। সেই বিমান আবার যাত্রা শুরু করবে চেন্নাই থেকেই।

Advertisement

খেলার মাঠে সাফল্যের শিখর ছুঁয়েছে চেন্নাই। তবে কেবল খেলার মাঠেই নয়, ভক্তদের মধ্যেও তুমুল জনপ্রিয় হলুদ জার্সিধারীরা। ইয়েলো আর্মি নামে পরিচিত সিএসকের ভক্তকুল ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বেই। সকলের কথা মাথায় রেখেই এবার চেন্নাই সুপার কিংস থিমের বিমান চালু করতে চলেছে এতিহাদ। সংযুক্ত আরব আমিরশাহীর এই উড়ান সংস্থা আবার সিএসকের অন্যতম স্পনসরও। তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে নতুন সিএসকে থিমের বিমানের ভিডিও।

কেমন দেখতে হবে সিএসকে থিমের এই বিশেষ বিমান? ভিডিওতে দেখা যাচ্ছে, হলুদ আর নীল রঙে সাজিয়ে তোলা হয়েছে A320neo এয়ারবাসটি। লেজের দিকে বড় করে সিএসকের লোগো দেওয়া রয়েছে। দুপাশেও লোগো রাখা রয়েছে। বিমানটিতে থাকবে চেন্নাইয়ের পতাকাও। নতুন এয়ারবাসের ভিডিও প্রকাশ করা হয়েছে এতিহাদের এক্স হ্যান্ডেলে। জানা গিয়েছে, চেন্নাই থেকেই প্রথমবার আকাশে উড়বে নতুন এয়ারবাস। 

এতিহাদের এমন উদ্যোগে স্বভাবতই উচ্ছ্বসিত ইয়েলো আর্মি। কারোওর মতে, স্থলে 'রাজত্ব' করার পরে এবার আকাশেও উড়বে চেন্নাই সুপার কিংসের পতাকা। কেউ আবার জানতে চাইছেন এই বিমানে চড়ার টিকিট মিলবে কীভাবে? তবে একটা বিষয়ে অনেকেই একমত, ভক্তদের ভালোবাসার নিরিখে বিচার করতে গেলে চেন্নাই সুপার কিংসই সর্বকালের সেরা দল। সেজন্যই তাদের নিয়ে ডিজাইন করে ফেলা যায় একটা আস্ত বিমানও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খেলার মাঠে সাফল্যের শিখর ছুঁয়েছে চেন্নাই।
  • সংযুক্ত আরব আমিরশাহীর এই উড়ান সংস্থা আবার সিএসকের অন্যতম স্পনসরও।
  • এতিহাদের এমন উদ্যোগে স্বভাবতই উচ্ছ্বসিত ইয়েলো আর্মি।
Advertisement