সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ক্রিকেট জীবনের ধ্রুবতারা ছিলেন মানুষটি। যাঁর হাতে ক্রিকেটে হাতেখড়ি শচীন তেন্ডুলকরের। সেই অবিস্মরণীয় কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধন করলেন শিষ্য লিটল মাস্টার। তাঁর সঙ্গে সেই মুহূর্তে শিবাজি পার্কে উপস্থিত ছিলেন এমএনএস কর্তা রাজ ঠাকরে।
এদিন এক্স হ্যান্ডলে এই বিষয়ে লিখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শচীন। উদ্বোধনের আগে তিনি লেখেন, 'আজ একটা বিশেষ দিন। আমরা শ্রদ্ধা জানালাম তাঁকে, যিনি ক্রিকেট ও আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি অত্যন্ত খুশি হব যদি আপনারা আমার সঙ্গে থাকেন, যখন আচরেকর স্যার মেমোরিয়ালে উদ্বোধন করা হবে এবং তাঁর অসামান্য উত্তরাধিকারকে সম্মান জানানো হবে তাঁর জন্মজয়ন্তীতে।' প্রসঙ্গত, গত আগস্টে ৫ নম্বর গেটের কাছে ওই স্মৃতিসৌধ নির্মাণে সবুজ সংকেত দেয় মহারাষ্ট্র সরকার।
শচীন তেন্ডুলকরের 'আবিষ্কর্তা' ছিলেন তিনি আচরেকর। দাদা অজিত তেন্ডুলকরের সঙ্গে ক্রিকেট শিখতে আসা একরত্তি শচীনকে দেখে কিংবদন্তি কোচ বুঝতে পারেন, এই ছেলেটি একদিন ক্রিকেট বিশ্ব শাসন করবে। তাঁর তত্ত্বাবধানেই আকরিক থেকে সোনা হয়ে ওঠেন লিটল মাস্টার। সারা জীবনই তাঁর প্রতি নিজের কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করেছেন শচীন। শিবাজি পার্কে যেভাবে একের পর এক ক্রিকেটার তৈরি করেছিলেন আচরেকর, সেজন্য ১৯৯০ সালে তাঁকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ২০১০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। উল্লেখ্য, শচীনের পাশাপাশি তাঁর কোচিংয়ে যে তারকা ক্রিকেটারদের জন্ম হয় তাঁদের মধ্যে রয়েছেন বলবিন্দর সিং সান্ধু, লালচাঁদ রাজপুত, সমীর দিঘে, বিনোদ কাম্বলি, সঞ্জয় বাঙ্গার, অজিত আগরকর প্রমুখ। ২০১৯ সালের জানুয়ারিতে প্রয়াত হন কিংবদন্তি কোচ।