shono
Advertisement
KL Rahul

'যে কোনও পজিশনে সাবলীল, আমি শুধু খেলতে চাই', ওপেনিং বিতর্কে মুখ খুললেন রাহুল

অ্যাডিলেডে ভারতীয় দলে একাধিক বদলের সম্ভাবনা।
Published By: Subhajit MandalPosted: 03:00 PM Dec 04, 2024Updated: 04:12 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দলের স্বার্থে আমি যে কোনও পজিশনে খেলতে রাজি। শুধু প্রথম একাদশে থাকতে চাই।' অ্যাডিলেডে দিনরাতের টেস্টের আগে স্পষ্ট করে দিলেন কে এল রাহুল (KL Rahul)। বুঝিয়ে দিলেন, ম্যানেজমেন্ট যদি তাঁকে ওপেন করাতে চায়, তাতেও তিনি খুশি। আবার মিডল অর্ডারে নামাতে চাইলেও তাঁর বিশেষ আপত্তি নেই।

Advertisement

দীর্ঘদিন বাদে একটি টেস্টে ওপেন করার সুযোগ পেয়েছিলেন। তাতে এতটাই নজর কেড়েছেন কে এল রাহুল, যে অ্যাডিলেড টেস্টে রোহিত শর্মা ফিরলেও রাহুলকেই ওপেন করানোর দাবি জোরালো হচ্ছে। যা জল্পনা শোনা যাচ্ছে তাতে অধিনায়ক রোহিত শর্মাও মনে করছেন পারথে রাহুল যেভাবে ব্যাটিং করেছেন তাতে তাঁরই দিনরাতের টেস্টে ওপেন করা উচিত। রোহিত সম্ভবত অ্যাডিলেডে মিডল অর্ডারে খেলতে চলেছেন। টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে এখনও কিছু না বললেও জল্পনা তেমনই শোনা যাচ্ছে। বুধবার সাংবাদিক বৈঠকে সেই নিয়েই প্রশ্ন করা হয়েছিল কে এল রাহুলকে। তাতে রাহুল বললেন, "যে কোনও জায়গায় ব্যাট করতে আমি রাজি।"

রাহুলের বক্তব্য, "আমি শুধু প্রথম একাদশে থাকতে চাই। সেটার জন্য যা যা দরকার করব। যেখানেই খেলানো হোক, আমি খেলব।" টিম ইন্ডিয়ার অন্যতম প্রতিভাধর ব্যাটার মেনে নিয়েছেন, বারবার পজিশন বদলে একটা সময় সমস্যা হত তাঁর। এখন আর হয় না। রাহুল বললেন, "আমি বহু পজিশনেই খেলেছি। আগে এটা চ্যালেঞ্জিং ছিল। টেকনিক্যালি নয়, মানসিকভাবে চ্যালেঞ্জিং বিষয়টা। প্রথম ২০-২৫টা বল কীভাবে খেলব, সেটাই ভাবতে হত।" টিম ম্যানেজমেন্টের ইঙ্গিত, অ্যাডিলেডে ওপেন করবেন রাহুলই।

এর বাইরে খবর, শুভমান গিলও ফিট। রোহিতের পাশাপাশি তিনিও ফিরছেন প্রথম একাদশে। দলে আরও একাধিক বদলের সম্ভাবনা আছে। দিনরাতের টেস্টে ভারতীয় দলে ঢুকে পড়তে পারেন আকাশদীপ। সেক্ষেত্রে হর্ষিত রানাকে বসানো হতে পারে। ওয়াশিংটন সুন্দর নাকি অশ্বিন সেটা নিয়েও ভাবনা চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। আসলে অ্যাডিলেডে অশ্বিনের অতীত রেকর্ড বেশ ভালো। সেদিকে নজর রেখেই তাঁর কথা ভাবছেন গম্ভীররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'দলের স্বার্থে আমি যে কোনও পজিশনে খেলতে রাজি।'
  • অ্যাডিলেডে দিনরাতের টেস্টের আগে স্পষ্ট করে দিলেন কে এল রাহুল।
  • বুঝিয়ে দিলেন, ম্যানেজমেন্ট যদি তাঁকে ওপেন করাতে চায়, তাতেও তিনি খুশি।
Advertisement