নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর বিধ্বস্ত টিম ইন্ডিয়া। ইন্দোরে তৃতীয় ম্যাচের পর মাঠেই একসঙ্গে দাঁড়িয়ে বিরাট কোহলিরা। সেই সময় গ্যালারিতে কি শোনা গেল 'গম্ভীর হায় হায়' স্লোগান? আর তাতে চটে যান কোহলিও। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। সত্যিই কি এরকম কিছু ঘটেছে? ভাইরাল ভিডিওর নেপথ্যে লুকিয়ে কোন সত্যি?
ভাইরাল ভিডিওয় দেখা যায়, দর্শকদের একাংশ থেকে 'গম্ভীর হায় হায়' স্লোগান উড়ে আসছে। মাঠের মধ্যে একসঙ্গে দাঁড়িয়ে বিরাট কোহলি, কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজারা। ভারতের কোচ গৌতম গম্ভীরও দাঁড়িয়ে ছিলেন তাঁদের সঙ্গে। সেই স্লোগান শুনে রীতিমতো রেগে যান কোহলি। তিনিও পালটা দর্শকদের কিছু একটা বলেন।
কিন্তু সত্যিটা হল দর্শকদের থেকে এরকম স্লোগান দেওয়া হয়নি। কোহলি কিছু একটা বলেছেন ঠিকই, কিন্তু সেটা গম্ভীরকে 'দুয়ো' দেওয়ার জন্য নয়। ফলে এই ভিডিওটি 'ফেক'। তার মানে এই নয় যে, 'গম্ভীর হায় হায়' স্লোগান এর আগে দেওয়া হয়নি। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর দর্শকরা ধিক্কার জানিয়েছিলেন। সেই অডিওটাই এবার ব্যবহার করে ভুল বার্তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩৮ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস থেমে যায় ২৯৬ রানে। ৪১ রানে ম্যাচ হেরে সিরিজও হারে ভারত। বিফলে যায় বিরাট কোহলির ১২৪ রানের ইনিংস। শুভমান গিলের নেতৃত্বের পাশাপাশি গৌতম গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠছে। এমনকী গম্ভীরকে সরানোর দাবিও করছেন অনেকে।
