shono
Advertisement
Hardik Pandya

মাহিকার সঙ্গে প্রেমের মধ্যেই মহিলা ক্রিকেটারকে ভিডিও বার্তা, কী বললেন হার্দিক?

হার্দিকের সঙ্গে একের পর এক নারীর নাম জড়িয়েছে। বিয়ের আগে হোক বা ডিভোর্সের পরে, মহিলামহলে তিনি যেন 'মোস্ট ওয়ান্টেড মুন্ডা'। আপাতত তিনি পাকাপাকিভাবে প্রেম করছেন মডেল মাহিকা শর্মার সঙ্গে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:48 PM Jan 20, 2026Updated: 02:49 PM Jan 20, 2026

তাঁর সঙ্গে একের পর এক নারীর নাম জড়িয়েছে। বিয়ের আগে হোক বা ডিভোর্সের পরে, মহিলামহলে তিনি যেন 'মোস্ট ওয়ান্টেড মুন্ডা'। আপাতত তিনি পাকাপাকিভাবে প্রেম করছেন মডেল মাহিকা শর্মার সঙ্গে। সেই হার্দিক পাণ্ডিয়া এবার চমকে দিলেন আরসিবির মহিলা ক্রিকেটারকে মেসেজ পাঠিয়ে। সোমবার ডব্লিউপিএলে ঝোড়ো হাফসেঞ্চুরি হাঁকিয়ে সকলের নজরে উঠে এসেছেন এই ক্রিকেটার। তবে এবার প্রেম নয়, স্রেফ ক্রিকেটীয় কারণেই বার্তা পাঠিয়েছেন হার্দিক।

Advertisement

চলতি ডব্লিউপিএলে টানা পাঁচ ম্যাচ জিতেছে আরসিবি। সোমবার তাদের ম্যাচ ছিল গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে আরসিবি। সেখানেই মাত্র ৫৫ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন আরসিবির তরুণ তুর্কি গৌতমী নায়েক। সাতটি বাউন্ডারি আর ছয় ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংস সাজান তিনি। গৌতমীর দাপটেই ২০ ওভারে ১৭৮ রান তোলে আরসিবি। শেষ পর্যন্ত ৬১ রানের বিরাট ব্যবধানে জিতেছে স্মৃতি মন্ধানার দল। প্লে অফেও জায়গা নিশ্চিত করে ফেলেছে আরসিবি।

ম্যাচ শেষের পরেই গৌতমী জানতে পারেন, তাঁর জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন হার্দিক। ভিডিও মেসেজে তারকা অলরাউন্ডার বলেন, "আমি জানতে পারলাম তুমি আমাকে আদর্শ মানো। আমি যে আগামী দিনের ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে পারছি সেটা জানতে পেরে খুবই ভালো লাগল। তোমার প্রথম হাফসেঞ্চুরির জন্য অনেক অভিনন্দন। আশা করি আগামী দিনে তুমি নিজের দেশ এবং ফ্র্যাঞ্চাইজির জন্য আরও ভালো পারফর্ম করবে। খেলাটাকে ভালোবাসো, নিয়ম মেনে চলো।"

মাত্র ১০ লক্ষ টাকায় গৌতমীকে দলে নিয়েছিল আরসিবি। টুর্নামেন্টের শুরুর দিকে সেভাবে সাফল্য পাননি গৌতমী। অভিষেক ম্যাচে মাত্র ৯ রানে আউট হয়ে যান। তবে সোমবার ক্রিকেটমহলের চর্চায় উঠে আসেন গৌতমী। হাফসেঞ্চুরি হাঁকানোর পর হার্দিকের বার্তা পেয়ে অভিভূত ব্যাটার বলেন, "আমি হার্দিকের মতো খেলতে চাই। বিশেষ করে চাপের মুখে যেভাবে ম্যাচের হাল ধরে, আমি নিজেকে ঠিক সেরকম ক্রিকেটার হিসাবেই দেখতে চাই।" হার্দিকের পাঠানো ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে ডব্লিউপিএলের সোশাল মিডিয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement