রাজর্ষি গঙ্গোপাধ্যায়: এক লহমায় যেন সময় ১৭ বছর পিছিয়ে গেল। ফিরে এল ২০০৮ সালের স্মৃতি। কালো-সোনালি জার্সি পরে আইপিএলের প্রথম ম্যাচে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০২৫-এ ফের যেন সেই স্মৃতিই ফিরিয়ে দিল কেকেআর। রেট্রো জার্সিতে রিঙ্কু সিংদের ফটো শুটের ছবি ইতিমধ্যেই ভাইরাল।
আইপিএলের প্রথম কয়েকটি মরশুমে কালো-সোনালি জার্সি পরে খেলেছিল নাইটরা। সাফল্য না পেলেও নজর কেড়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্র্যান্ডন ম্যাকালামদের পরনের জার্সি। 'করব, লড়ব, জিতব রে'র সঙ্গে শাহরুখ খানের নাচ এই জার্সিতেই। আবার প্রথম ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে ম্যাকালামের অতিমানবিক জার্সির সময়ও ছিল এই জার্সি। রিঙ্কু, মণীশ পাণ্ডেদের সেই জার্সিতে দেখা যেতেই নস্টালজিক হয়ে পড়ছেন ভক্তরা।
ঘটনাচক্রে, এবারও ফের আইপিএলের প্রথম ম্যাচ কেকেআর-আরসিবি'র। তবে এই জার্সি পরে খেলবেন না নারিন-রাসেলরা। বরং এই জার্সি ভক্তদের জন্য। যদিও কবে থেকে সেটা পাওয়া যাবে, সেটা এখনও জানানো হয়নি। এই জার্সিতেও রয়েছে লোগোর উপর তিনটি স্টার। যা বোঝাবে নাইটদের তিনবার আইপিএল জয়ের ঐতিহ্যকে। এই তিনটি তারার অর্থ আসলে কেকেআরের স্লোগান ‘করব, লড়ব, জিতব রে’।
নাইটরা ম্যাচ খেলবে চেনা বেগুনি আর সোনালি জার্সি পরেই। ৩ মার্চ এবারের জার্সি প্রকাশ করা হয়। হাতে আইপিএলের সোনালি ব্যাজ থাকছে। যা জানিয়ে দেবে, কেকেআর গতবারের চ্যাম্পিয়ন। দলের নিজস্ব ওয়েবসাইট ও অ্যাপ থেকে জার্সিগুলো পাওয়া যাচ্ছে। কেকেআর তাদের প্রচারের নাম রেখেছে ‘InTheKnightSky’। যেন জানিয়ে দেওয়া হচ্ছে আকাশচুম্বী লক্ষ্য নিয়ে নামবে নাইটরা।