সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিঠের চোটের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন। আইপিএল খেলতে পারবেন কিনা, তা নিয়েও উদ্বেগ ছিল। তবে শঙ্কা কাটিয়ে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন প্রোটিয়া গতি তারকা আনরিখ নখিয়া। আইপিএলের ১৮তম আসরে এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে বেগুনি-সোনালি জার্সি পরার সুযোগ করে দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। ২০১৯-এও নখিয়াকে কিনেছিল কলকাতা। চোটের কারণে সেই বছর খেলা হয়ে ওঠেনি। এহেন নখিয়াকে এবার সাড়ে ৬ কোটি টাকায় কিনে নিয়েছে কেকেআর।
নিজের পুরনো দলে যোগ দিতে পেরে খুশি তিনি। কোনও দল যখন পাশে ছিল না তখন কেকেআর-ই পাশে দাঁড়িয়েছিল তাঁর। এই প্রসঙ্গে নখিয়া বলেন, ‘‘কেকেআরই প্রথম আমার পাশে দাঁড়ায়। কলকাতায় আবার আসতে পেরে সত্যিই দারুণ লাগছে। কখন মাঠে নামব, সেটা ভেবে তর সইছে না। এখানে ভালো কিছু করে দেখাতে পারলে ভালো লাগবে।’’
কেকেআরের এক্স হ্যান্ডলে তাঁর সংযোজন, “অসাধারণ জায়গা, অসাধারণ মাঠ। প্রথম ম্যাচে খেলার জন্য অপেক্ষা করছি। এখন সবার আগে জরুরি হল প্রস্তুতি সেরে ফেলা। আশা করি একটি সফল মরশুম কাটাতে পারব।”
অনুশীলনে নখিয়াকে তাঁর পুরনো গতিতে বল করতে দেখা গিয়েছে। এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘আমি আপাতত বলব আরামসে... সমর্থকদের উদ্দেশ্যে জানাই, আপনাদের মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছি। ইতিমধ্যেই কিছু সমর্থক অনুশীলনে আসছেন দেখে ভালো লাগছে। তাঁদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য। সবাইকে ধন্যবাদ।’’ তার সঙ্গে 'করব, লড়ব, জিতব' স্লোগানে ফুটছেন নখিয়া।