সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর গায়ে 'অবাধ্য' ক্রিকেটারের তকমা। বাদ পড়েছেন বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও। এহেন তরুণ তুর্কি ঈশান কিষাণ এবার অরেঞ্জ আর্মির অংশ। গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ঈশানকে এবার সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিয়েছে ১১.২৫ কোটি টাকায়। সানরাইজার্স ক্যাম্পে প্যাকটিসে যোগ দিয়েছেন ঈশান কিষাণ। হায়দরাবাদ দলকে দু'ভাগে ভাগ করে প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানে রীতিমতো তুরীয় মেজাজে পাওয়া গেল তরুণ এই উইকেটরক্ষক ব্যাটারকে।
সানরাইজার্স হায়দরাবাদ তাদের এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে ঈশান কিষাণের দুটি স্কোর দেখানো হয়েছে। সানরাইজার্সের হয়ে প্রথম অনুশীলন ম্যাচে তিনি ২৩ বলে ৬৪ রান এবং দ্বিতীয় অনুশীলন ম্যাচে ৩০ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বিপক্ষ বোলারদের অবলীলায় নির্বিষ করে দিতে দেখা যায় তাঁকে।
প্রথম অনুশীলন ম্যাচে বাঁ-হাতি এই ব্যাটার আরেক 'বিস্ফোরক' অভিষেক শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন। দুই ওপেনারই দুর্দান্ত শুরু করেন। অভিষেক ৮ বলে ২৮ রানে আউট হন। সেই সময় স্কোর ছিল ২.২ ওভারে ৪৬। অভিষেক আউট হলেও ঝোড়ো অর্ধশতক হাঁকিয়ে অষ্টম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে আউট হন ঈশান। তিনি যখন আউট হন, তখন দলের স্কোর ছিল ৭.২ ওভারে তিন উইকেটে ১১৭ রান।
ঈশানের এমন ঝোড়ো ব্যাটিং দেখে আপাতত সন্তুষ্ট থাকতে পারে সানরাইজার্স ম্যানেজমেন্ট এবং সমর্থকরা। এবারের আইপিএলে তাদের প্রথম ম্যাচ ২৩ মার্চ, রাজস্থান রয়্যালসের বিপক্ষে।