shono
Advertisement
Yashasvi Jaiswal

'পৃথ্বীকে দেখে শিক্ষা নাও', খারাপ ফর্মে থাকা 'উচ্ছৃঙ্খল' যশস্বীকে সতর্কবার্তা প্রাক্তন পাক ক্রিকেটারের

চলতি আইপিএলে চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে।
Published By: Prasenjit DuttaPosted: 02:17 PM Apr 10, 2025Updated: 03:27 PM Apr 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল প্রতিভা তিনি। ২০২৩ সাল অসাধারণ গেলেও গত বছর বর্ডার-গাভাসকর সিরিজ থেকে ফিরে আসার পর থেকে সেভাবে রান পাচ্ছেন না তিনি। এই পরিস্থিতিতে প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার বাসিত আলি 'সাবধান' করে দিয়েছেন যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)।  

Advertisement

বাসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, খেলার প্রতি মনোযোগী হতে হবে যশস্বীকে। নইলে সমূহ বিপদ। এভাবেই পৃথ্বী শ হারিয়ে গিয়েছেন। একসময় তাঁকেও ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হত। বলা হত শচীনের উত্তরসূরি। কিন্তু সেই পৃথ্বী নিজেকে ধরে রাখতে পারেননি। বেলাগাম জীবনযাপন তাঁকে অনেকটা পিছিয়ে দিয়েছে। সম্প্রতি মুম্বইয়ের ঘরোয়া দল ছাড়া নিয়ে খবরের শিরোনামে যশস্বী। যদিও তাঁর গোয়ায় যোগ নিয়ে রয়েছে উচ্ছৃঙ্খলতার অভিযোগ। জানা গিয়েছে, তিনি নাকি অজিঙ্ক রাহানের কিটব্যাগে লাথি মেরেছিলেন। এই ঘটনা হয়তো নজর এড়ায়নি বাসিত আলিরও।

তিনি বলেন, "ওর বোধহয় পেট ভরে গিয়েছে। যশস্বী কিন্তু ক্রিকেটে মন দিচ্ছে না। ওর প্রতি আমার খোলা বার্তা - ক্রিকেট যেমন আনন্দ দেবে, তেমনই কাঁদাতেও পারে। পৃথ্বীকে দেখে শিক্ষা নাও। ক্রিকেটকে ভালোবাসো। খেলাটির প্রতি আরও আবেগ নিয়ে এসো। নিষ্ঠা ও আবেগ ছাড়া বড় হওয়া যায় না। উজ্জ্বলতম প্রতিভারাও অন্ধকারে ঝরে যেতে পারে।"

পাঞ্জাব কিংস ম্যাচে ৬৭ রান ছাড়া চলতি আইপিএলে চেনা ছন্দে পাওয়া যায়নি যশস্বীকে। গুজরাট ম্যাচেও তিনি ডাহা ফেল। মাত্র ৬ রানে সাজঘরে ফিরেছেন। যা দেখে তাঁর ভক্তরা উদ্বিগ্ন। কেউ কেউ তো আবার তাঁর মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মধ্যে বাসিত আলির মন্তব্য নতুন মশলা জোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল প্রতিভা তিনি।
  • গত বছর বর্ডার-গাভাসকর সিরিজ থেকে ফিরে আসার পর থেকে সেভাবে রান পাচ্ছেন না তিনি।
  • এই পরিস্থিতিতে প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার বাসিত আলি 'সাবধান' করে দিয়েছেন তাঁকে। 
Advertisement