ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া। প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বিন্দ্রার মৃত্যুসংবাদ জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বভার সামলেছিলেন বিন্দ্রা।
আধুনিক যুগের ক্রিকেট বিপণনের ক্ষেত্রে তাঁর অন্যতম ভূমিকা ছিল। ১৯৭৮ থেকে ২০১৪ পর্যন্ত পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেলেন এক পুত্র ও কন্যাকে। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়ার ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন বিন্দ্রা। ১৯৮৭ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের তাঁর ভূমিকা ছিল অন্যতম।
বিন্দ্রার সময়েই তৈরি হয়েছিল মোহালির পিসিএ স্টেডিয়াম। ভারতীয় ক্রিকেটের প্রশাসক হিসাবে অবদানের জন্য ২০১৫ সালে এই স্টেডিয়ামের নামকরণ বদলে করা হয় আইএস বিন্দ্রা স্টেডিয়াম। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের মৃত্যুতে জয় শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, 'বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এবং ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক মহীরুহ আইএস বিন্দ্রার প্রয়াণে গভীরভাবে শোকাহত। আশা করছি, তাঁর দেখানো পথে ভবিষ্যৎ প্রজন্ম হাঁটবে।'
বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বলা যেতেই পারে, বিন্দ্রা আধুনিক ভারতীয় ক্রিকেটের অন্যতম স্থপতি ছিলেন। প্রশাসক হিসাবে তাঁর অন্যতম পদক্ষেপ হল, ক্রিকেট সম্প্রচারে বেসরকারি সংস্থাকে আনা। ১৯৯৪ সালে দূরদর্শনের একচেটিয়া অধিকার ভাঙার জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই সময় ভারতের ম্যাচ সম্প্রচারিত হত দূরদর্শনে। সেটাই ভাঙেন বিন্দ্রা। এরপর সুপ্রিম হস্তক্ষেপে টেলি প্রজন্মের সংস্কৃতিতে বিপ্লব আসে। ইএসপিএন-সহ অন্যান্য বড় বড় সম্প্রচার সংস্থা ভারতে ম্যাচ সম্প্রচারের জন্য আসে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। তাঁর মৃত্যুতে একজন বরিষ্ঠ প্রশাসককে হারাল ভারতীয় ক্রিকেট।
