সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। তারপরেই রোহিত শর্মা-বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের কড়া বার্তা দিলেন কোচ গৌতম গম্ভীর। সাফ জানিয়ে দিলেন, ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে। তা না হলে টেস্ট খেলার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না।
বাউন্সি হোক বা স্পিন সহায়ক- গত তিনমাসে সব ধরনের পিচেই পরাস্ত হয়েছে ভারত। দেশে হোক বা বিদেশে, কোথাওই রোহিতদের ভালো ব্যাট করতে দেখা যায়নি। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হওয়ার পরে অস্ট্রেলিয়া সফরে গিয়েও ৩-১ হারতে হল ভারতকে। সবমিলিয়ে ৮টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। প্রায় প্রত্যেকটিতেই ব্যাটিং বিপর্যয় হয়েছে মেন ইন ব্লুর। তারপরেই প্রশ্ন উঠছে, আদৌ লাল বলে খেলার মানসিকতা রয়েছে জাতীয় দলের ব্যাটারদের?
সিরিজ হারের পর এই বিষয়টিই তুলে ধরেছেন হেডস্যর গম্ভীর। তিনি বলেন, “আমি সব সময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক। ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়। যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত। যদি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়া হল, তাহলে টেস্ট ক্রিকেটে খেলার ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না।”
এই মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি অফ ফর্মে থাকা বিরাট-রোহিতের উদ্দেশ্যেই এমন হুঁশিয়ারি গম্ভীরের? উল্লেখ্য, মার্চের পর থেকে আর টেস্ট খেলেনি ভারত। দীর্ঘ ৬ মাস পর বাংলাদেশের বিরুদ্ধে লাল বলের অভিযান শুরু করে রোহিত ব্রিগেড। বাংলাদেশ সিরিজের আগে প্রত্যেক ক্রিকেটারকে নির্দেশ দেওয়া হয়েছিল ঘরোয়া ক্রিকেট খেলতে। কিন্তু সেই নির্দেশ উড়িয়ে দিয়ে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন বিরাট-রোহিতরা। যদিও জাতীয় দলের অনেককেই দলীপ ট্রফি খেলতে দেখা গিয়েছিল। গত দুই সিরিজে মোটামুটি সাফল্যও পেয়েছেন যশস্বী জয়সওয়াল-কে এল রাহুলরা। হেডস্যরের কড়া বার্তার পরে কি হুঁশ ফিরবে বিরাট-রোহিতদের?