shono
Advertisement
Washington Sundar

গুজরাট পর্ব অতীত, আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে ওয়াশিংটন? ফাঁস 'ভেতরের খবর'

তিনি চেন্নাইয়ে খেললে অনেক বেশি সুযোগ পাবেন বলেই মনে করছে ক্রিকেটমহল। 
Published By: Prasenjit DuttaPosted: 09:00 PM Oct 26, 2025Updated: 09:00 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে গুজরাট পর্ব অতীত? চেন্নাই সুপার কিংসের পথে পা বাড়াচ্ছেন ওয়াশিংটন সুন্দর? প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এ কথা জানিয়েছেন বোলার কৃষ্ণমূর্তি ভিগনেশ।

Advertisement

কয়েক দিন আগে ওয়াশিংটন সুন্দরের গুজরাট টাইটান্স ছাড়া নিয়ে খবর ছড়িয়েছিল। এবার অশ্বিনের ইউটিউব চ্যানেলে ৩১ বছরের এই বোলারের মন্তব্যে নতুন মাত্রা যোগ করল। ভিগনেশ বলেন, "খবরটা অত্যন্ত গোপন। তবে এ ব্যাপারে একেবারে নিশ্চিত। নীল জার্সি এবার হলুদ হতে চলেছে। অনেকেই বলবেন এটা গুজব। অনেকেই প্রশ্ন তুলতে পারেন, এতটা নিশ্চিত হয়ে আমি কীভাবে বলছি? আমার কাছে কিন্তু ভেতরের খবর আছে।"

ভিগনেশ আরও বলেন, "গুজরাট টাইটান্সের একজনকে চিনি। ওয়াশির চেন্নাইতে আসার বিষয়টি কার্যত নিশ্চিত। যেভাবে হার্দিক পাণ্ডিয়া গুজরাট থেকে মুম্বইয়ে যোগ দিয়েছিল, সেভাবেই চেন্নাইয়ে যোগ দেবে ওয়াশিংটন।"

উল্লেখ্য, ট্রেডিংয়ের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক। কেবলমাত্র অর্থের বিনিময়েই হয়েছিল এই লেনদেন। হয়তো ওয়াশিংটনের ক্ষেত্রেও তেমনটাই হতে চলেছে। এ কথাই উসকে দিলেন ভিগনেশ। যদিও গুজরাট বা চেন্নাইয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। ২০১৭ সালে অভিষেক হলেও আইপিএলে মাত্র ৬৬ ম্যাচে ৩৯ উইকেটের পাশাপাশি করেছেন ৫১১ রান। গত আইপিএলে মাত্র ৬টা ম্যাচ খেলেছিলেন তিনি। ওয়াশিংটন সুন্দর যদি চেন্নাইয়ে খেলেন, তাহলে অনেক বেশি সুযোগ পাবেন বলেই মনে করছে ক্রিকেটমহল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে গুজরাট পর্ব অতীত?
  • চেন্নাই সুপার কিংসের পথে পা বাড়াচ্ছেন ওয়াশিংটন সুন্দর?
  • প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এ কথা জানিয়েছেন বোলার কৃষ্ণমূর্তি ভিগনেশ।
Advertisement