স্টাফ রিপোর্টার: ভারতীয় দলে 'মহাতারকা সংস্কৃতি' আর মেনে নিতে পারছেন না হরভজন সিং। প্রাক্তন জাতীয় অফস্পিনারের মনে হয়, এ বার কে মহাতারকা, কে তারকা, দল নির্বাচনের সময় সে সমস্ত দেখা বন্ধ করা উচিত। বরং বিচার্য হওয়া উচিত পারফরম্যান্স।
"আমাদের টিমে একটা সুপারস্টার কালচার চলে এসেছে। কিন্তু আমাদের কোনও মহাতারকা দরকার নেই টিমে। দরকার পারফর্মার। টিমে যদি পারফর্মার থাকে, তা হলে টিমটা সামনে এগোবে। আর যারা মহাতারকা হতে চায়, তাদের বলব বাড়িতে বসে থাকো। বাড়িতেই ক্রিকেট খেলো,” সোমবার নিজের ইউটিউব চ্যানেলে বলে দিয়েছেন হরভজন। সঙ্গে যোগ করেছেন, "মনে রাখা দরকার, সামনেই ইংল্যান্ড সফর আসছে। সবাই ইতিমধ্যে বলতে শুরু করেছে, ইংল্যান্ডে কী হবে? কে যাবে, আর কে যাবে না? আমার কাছে ব্যাপারটা খুব সহজ। যারা পারফর্ম করছে, তারা যাবে। কার কত নাম-যশ, তা দিয়ে দল নির্বাচন করা যায় না। সেক্ষেত্রে তো কপিল দেব স্যর কিংবা অনিল (কুম্বলে) ভাইকেও দলে নেওয়া প্রয়োজন! আমার মতে, ভারতীয় বোর্ড এবং জাতীয় নির্বাচকদের সময় হয়েছে কড়া সিদ্ধান্ত নেওয়ার। কঠিন হওয়ার। আমার মনে হয় না, মহাতারকা প্রথা আমাদের টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে।"
সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের দুই মহাতারকা ব্যাটার বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মা। বর্ডার-গাভাসকর ট্রফির ন'ইনিংসে কোহলি করেছেন মাত্র ১৯০ রান। এবং ক্রমাগত অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন। আর রোহিত পাঁচ ইনিংসে করেছেন মাত্র ৩১ রান! তা, মহাতারকা বলতে হরভজন কাদের বোঝাচ্ছেন, এরপর বুঝতে খুব অসুবিধে হওয়ার কথা নয়। এবং ভারতীয় ক্রিকেটের 'টার্বানেটর'-এর অভিমত হল, যে সমস্ত ক্রিকেটাররা ইংল্যান্ডের ফ্লাইট ধরতে ইচ্ছুক, তারা আগে নিজেদের ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করুক। "পরিষ্কার বলছি, দল শুধুমাত্র পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা উচিত। বিরাট-রোহিতের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য হওয়া দরকার। যে যতই নিজেকে বড় মহাতারকা ভাবুক না কেন, ক্রিকেট নামক খেলাটার উপর কেউ নয়। আমি বলছি না, সোজা ওদের বাদ দিয়ে দাও। বলছি না, যারা পারছে না, তাদের রাখার দরকার নেই। কিন্তু তারা গেলে কিছু না কিছু ক্রিকেট খেলে যাক। সেটা কাউন্টি হোক বা যা কিছু।"