সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে। সেখানে বাকি ম্যাচগুলি পাকিস্তানে হলেও ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। তা নিয়ে বেজায় ক্ষিপ্ত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের অভিযোগ, অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে ভারতকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে হাইব্রিড মডেলে রাজি হয়নি পাকিস্তান। তবে শেষ পর্যন্ত চাপের মুখে হার মানে পাক বোর্ড। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ভারত-পাক মহারণ ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। তবে শুধু গ্রুপ পর্বের ম্যাচ নয়। ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও হবে দুবাইয়েই।
আর এই সূচি নিয়েই যত আপত্তি বর্ডারের ওপারে। পাকিস্তানের প্রাক্তন পেসার সেলিম আলতাফ বলেন, "একমাত্র ভারতই জানে সেমিফাইনাল ও ফাইনালে উঠলে কোথায় খেলবে। সেখানে অন্য দলগুলি সেটা জানতে পারবে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর।" এই বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন আরেক পাক প্রাক্তনী ইন্তিকাব আলম। তিনি জানান, "অন্য দলগুলির মতো ভারতকে এক জায়গা থেকে অন্য জায়গায় খেলতে যেতে হবে। একই ধরনের পিচ ও পরিবেশে খেলার সুবিধা পাবে ভারত। অন্য দলগুলোর সঙ্গে অন্যায় হয়েছে। আমার আশ্চর্য লাগছে, অন্য কোনও বোর্ড এই নিয়ে সোচ্চার হয়নি কেন?"
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুযায়ী, একটি সেমিফাইনাল রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ফাইনালও দেওয়া হয়েছে গদ্দাফিতেই। একটি সেমিফাইনাল দেওয়া হয়েছে দুবাইয়ে। আইসিসি জানিয়ে দিয়েছে, ভারত সেমিতে উঠলে সেটা খেলা হবে দুবাইয়ে। আর পাকিস্তান উঠলে সেই ম্যাচ খেলা হবে লাহোরে। ফাইনাল লাহোরে হওয়ার ক্ষেত্রেও একই শর্ত দেওয়া হয়েছে। ভারত না উঠলে তবেই ওই ম্যাচ হবে লাহোরে। নতুবা সেটাও হবে দুবাইয়েই।