নন্দিতা রায়, নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, রাজধানীতে কোনও আসনে প্রার্থী দেবে না তৃণমূল। কেজরিওয়ালের দলের হয়ে প্রচার করবে রাজ্যের শাসকদল। নিঃশর্ত সমর্থনের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন কেজরিওয়াল।
খুব শক্তিশালী না হলেও দিল্লিতে কমবেশি সংগঠন রয়েছে তৃণমূলের। ২০১৪ লোকসভা নির্বাচনে শেষবার বাংলার শাসকদল রাজধানীর ভোট ময়দানে নেমেছিল। সে বার বিশেষ সাফল্য না এলেও দিল্লির রাজনীতিতে পরিচিত অনেকেই পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাছাড়া দিল্লির বেশ কয়েকটি বিধানসভায় ভালো সংখ্যায় বাংলাভাষীর বাস। ফলে বিধানসভা ভোটে তৃণমূলের সমর্থন নিঃসন্দেহে খানিকটা হলেও সুবিধা দেবে আপকে। এর আগে সমাজবাদী পার্টিও আপকে নিঃশর্ত সমর্থন করার কথা ঘোষণা করেছে।
এদিন তৃণমূলের সমর্থনের কথা ঘোষণা করে কেজরিওয়াল সোশাল মিডিয়ায় বলেন, "তৃণমূল দিল্লিতে আপকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মমতা দিদির প্রতি কৃতজ্ঞ। দিদি আপনাকে ধন্যবাদ। সময় ভালো হোক বা খারাপ, আপনি সবসময় আমাদের সমর্থন করেছেন।"
দিল্লিতে মমতার কেজরিওয়ালকে সমর্থন করা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ রাজধানীতে ইন্ডিয়া জোটের আর এক শরিক কংগ্রেসও লড়ছে। তৃণমূল এবং সমাজবাদী পার্টি দুই দলই তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসকে সমর্থন না করে 'স্থানীয় দল' আপকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। আসলে ইন্ডিয়া জোটে কংগ্রেস বেশ কিছুদিন ধরেই কোণঠাসা। বিশেষ করে হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটে ভরাডুবির পর কংগ্রেসকে শক্তিশালী আঞ্চলিক দলগুলি সেভাবে গুরুত্ব দিচ্ছে না। আপ আবার দিল্লি ভোটের আগে কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে পুরোপুরি বের করে দেওয়ার পক্ষে সওয়াল করেছিল। দিল্লির ভোটকে আপকে সমর্থন করে তৃণমূলও বুঝিয়ে দিল, ইন্ডিয়া জোটে আঞ্চলিক দলগুলিকেই বেশি গুরুত্ব দেবে তারা।