সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের ২২ গজকে বিদায় জানানোর পর ইতিমধ্যেই অভিনয় জগতে পা রেখেছেন। তবে এবার চান, তাঁর আত্মজীবনী জানুক গোটা দুনিয়া। কথা হচ্ছে হরভজন সিংয়ের (Harbhajan Singh)। বায়োপিকে নিজের চরিত্রে কাকে দেখতে চান, সে কথাও জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন স্পিনার।
বলিউডে খেলোয়াড়দের বায়োপিকের সুবাদে অনুরাগীরা জানতে পারেন নানা অজানা তথ্য। মহেন্দ্র সিং ধোনি থেকে শচীন তেণ্ডুলকর, মিতালি রাজ-সহ অনেক ক্রিকেটারের আত্মজীবনীই ফুটে উঠেছে বড়পর্দায়। জানা গিয়েছে, হরভজন নাকি নিজেও চাইছিলেন, তাঁর জীবন নিয়ে তৈরি হোক ছবি। সেই ইচ্ছেপূরণে নিজেই নেমেছেন আসরে। গত দুবছর ধরে আত্মজীবনী লিখছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ভাজ্জি জানান, "ছোটবেলায় দুচোখে স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না আমার। আর সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমও করতাম। তখন আমার কাছে নিদেনপক্ষে একটা সাইকেলও ছিল না। ঈশ্বরের আশীর্বাদে সব পেয়েছি। তাই দুনিয়াকে জানাতে চাই, পরিশ্রম করলে সব সম্ভব।"
ভাজ্জি মনে করেন, সমাজে বায়োপিকের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলছেন, "কপিল দেবের বিশ্বকাপ হাতে তোলার মুহূর্ত আমায় নাড়িয়ে দিয়েছিল। স্বপ্ন দেখেছিলাম, আমিও একদিন এভাবেই দেশের জন্য বিশ্বকাপ জিতব। এই ধরনের বিষয়গুলো মানুষকে অনুপ্রেরণা দেয়। বায়োপিক সেই ভূমিকা পালন করে। অনেক চ্যাম্পিয়নের কথাই আমরা অনেক সময় জানতে পারি না। তবে বায়োপিক হলে সেটা সম্ভব।" তবে আত্মজীবনীতে স্পিন করতে কাকে দেখতে চান ভাজ্জি? তারকার সোজাসাপ্টা উত্তর, "আমার পছন্দ ভিকি কৌশলকে। আমরা একই জেলার। একই ভাষা বলি। আমি এই ব্যাপারে ওর সঙ্গে কথা বলব।" এবার দেখার ভাজ্জির প্রস্তাবে কী প্রতিক্রিয়া দেন ভিকি।