সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলাম থেকে মোটামুটি শক্তিশালী দলই গড়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সমস্যা হল গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এবার দলে রাখা হয়নি। তাঁর পরিবর্তে অধিনায়ক কে হবেন? সেই নিয়েই এখন যাবতীয় জল্পনা।
প্রথমে মনে করা হচ্ছিল ভেঙ্কটেশ আইয়ারই হবেন নাইটদের অধিনায়ক। তবে শেষবেলায় অজিঙ্ক রাহানেকে দলে নিয়ে খানিক চমক দিয়েছে নাইটরা। শোনা যাচ্ছে, রাহানেও অধিনায়কত্বের দৌড়ে ঢুকে পড়েছেন। খালি ঢুকে পড়েছেন বলা ভুল হবে। অধিনায়ক হওয়ার দৌড়ে নাকি ভেঙ্কটেশ আইয়ারের থেকে তিনিই এগিয়ে। আইপিএল নিলামের প্রথম দিনই ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কেনে নাইটরা। এই বিপুল অঙ্কে ভেঙ্কিকে দলে ফেরানোয় অনেকেই মনে করছিলেন হয়তো তিনিই অধিনায়ক হবেন। ভেঙ্কটেশ এখনও দৌড়ে আছেন। তবে এখন শোনা যাচ্ছে, ভেঙ্কির থেকে লড়াইয়ে খানিকটা এগিয়ে গিয়েছেন রাহানে।
আসলে ভেঙ্কটেশের যেটা বিপক্ষে যাচ্ছে সেটা হল অধিনায়ক হিসাবে অভিজ্ঞতার অভাব। ভেঙ্কি এক মরশুমে কেকেআরের ভাইস ক্যাপ্টেন ছিলেন বটে, তবে নিজের রাজ্য দলের হয়েও অধিনায়কত্ব করেন না তিনি। অন্যদিকে রাহানে অধিনায়ক হিসাবে অভিজ্ঞ। রাজ্য দল তো বটেই ভারতের জাতীয় দলকেও অতীতে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাছাড়া আইপিএলেও দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন তিনি। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভালো ফর্ম দেখিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার। এই অভিজ্ঞতাগুলিই এগিয়ে রাখছে রাহানেকে। সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া'কে কেকেআরের এক সূত্র জানিয়েছে, "মোটামুটিভাবে ৯০ শতাংশ নিশ্চিত যে রাহানেই অধিনায়ক হচ্ছেন। ওকে নিলাম থেকে কেনাই হয়েছিল অধিনায়কত্বের দাবিদার হিসাবে।"
তবে অজিঙ্কর জন্য সমস্যার জায়গা হল, কেকেআর দলের প্রথম একাদশে তিনি নিশ্চিতভাবে জায়গা পাবেনই, সেটা হলফ করে বলা যায় না। তাঁকে অধিনায়ক করার অর্থ, নিয়মিত প্রথম একাদশে খেলাতেই হবে। আর অতীতে নাইটদের জার্সিতে রাহানের পারফরম্যান্স মোটেই ভালো ছিল না। এর আগে কেকেআরের জার্সিতে ২০২২ সালে খেলেছেন রাহানে (Ajinkya Rahane)। সেবার ৭ ম্যাচে মোটে ১৩৩ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১০৪-এর সামান্য বেশি।
আইপিএলে কেকেআরের পুরো দল:
রিঙ্কু সিং (১৩ কোটি)
সুনীল নারিন (১২ কোটি)
আন্দ্রে রাসেল (১২ কোটি)
বরুণ চক্রবর্তী (১২ কোটি)
হর্ষিত রানা (আনক্যাপড) (৪ কোটি)
রমনদীপ সিং (আনক্যাপড) (৪ কোটি)
ভেঙ্কটেশ আইয়ার ২৩.৭৫ কোটি
আনরিখ নখিয়া ৬.৫০ কোটি
কুইন্টন ডি’কক ৩.৬০ কোটি
অঙ্গকৃষ রঘুবংশী ৩ কোটি
রহমানুল্লাহ গুরবাজ ২ কোটি
বৈভব অরোরা ১.৮০ কোটি
ময়ঙ্ক মার্কণ্ডে ৩০ লক্ষ
রভম্যান পাওয়েল ১.৫০ কোটি
স্পেনসার জনসন ২.৮০ কোটি
মইন আলি ২ কোটি
অজিঙ্ক রাহানে ১.৫০ কোটি
উমরান মালিক ৭৫ লক্ষ
মণীশ পাণ্ডে ৭৫ লক্ষ
অনুকূল রায় ৮০ লক্ষ
লাভনীত সিসোদিয়া ৩০ লক্ষ