সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) নিয়ে ডামাডোল এখনও শেষ হয়নি। যদিও শোনা যাচ্ছে, সুর নরম করে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এমন 'নতিস্বীকারে' খুব একটা খুশি নয় সেদেশের ক্রিকেটমহল। এহেন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার।
যুদ্ধং দেহি মূর্তি ধরে পাকিস্তান বোর্ড প্রধান মহসিন নকভি বারবার বলে আসছিলেন যে, হাইব্রিড মডেল কিছুতেই মেনে নেওয়া হবে না! পাক বোর্ডের তরফ থেকে এ-ও বলা হয় যে, দরকারে পাকিস্তান খেলবে না চ্যাম্পিয়ন্স ট্রফি! তখন তাঁকে আইসিসি-র পক্ষ থেকে সাফ বলে দেওয়া হয়, হয় পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন মেনে নেবে। না হলে পুরো টুর্নামেন্টই সরিয়ে নিয়ে যাওয়া হবে পাকিস্তান থেকে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানকে ছাড়া!
যে চাপের কাছে নতিস্বীকার করা ছাড়া আর রাস্তা ছিল না পাকিস্তানের। কারণ, ভারতকে বাদ দিয়ে কখনও টুর্নামেন্ট হওয়া সম্ভব নয়, সেটা তারাও বুঝে গিয়েছিল। শোনা গেল, পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে নাকি আইসিসিকে বলা হয়েছে যে, তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি মেনে নিতে রাজি। কিন্তু বদলে ২০৩১ সাল পর্যন্ত ভারতে যত আইসিসি টুর্নামেন্ট হবে, পাকিস্তানের ক্ষেত্রেও একই জিনিস করতে হবে। অর্থাৎ, হাইব্রিড মডেলেই করতে হবে সে সমস্ত টুর্নামেন্ট। ভারতে হবে অধিকাংশ খেলা। কিন্তু পাকিস্তান খেলবে অন্যত্র! ঠিক এবার যা ভারত করছে।
তবে পাকিস্তান হাইব্রিড মডেলে খেলুক এমনটা মোটেই চাইছেন না শোয়েব। কিংবদন্তি পাক পেসারের স্পষ্ট বার্তা, পাকিস্তান টিমকেই এমন শক্তিশালী করে গড়ে তুলতে হবে যারা ভারতে গিয়ে ভারতকে হারিয়ে আসতে পারে। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে শোয়েব বলেন, "আমার মনে হয় ভবিষ্যতে আমাদের ভারতে গিয়ে খেলা উচিত। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। আমি সব সময়ে বিশ্বাস করেছি, ভারতে খেলো আর ওখানেই ওদের মেরে এস।" শোয়েবের মতে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সিদ্ধান্ত নাকি অনেক আগেই নেওয়া হয়েছিল।