সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন প্রেমিকার সঙ্গে একাধিকবার হার্দিক পাণ্ডিয়ার রোম্যান্সে মশগুল ছবি ভাইরাল হয়েছে। কিন্তু এবার তারকা অলরাউন্ডার ও মাহিকা শর্মার এমন এক ভিডিও ভাইরাল হল, যেখানে ফ্যানদের গালাগালি শুনতে হল তাঁকে। যার ফলে অস্বস্তিতে পড়তে হল হার্দিককে। এরপর তাঁর প্রতিক্রিয়া নিয়েও সরগরম নেটদুনিয়া।
ঠিক কী হয়েছিল? মাহিকার সঙ্গে রেস্তরাঁয় গিয়েছিলেন হার্দিক। ক্রিসমাস ডিনার ডেটে। স্বাভাবিক ভাবেই সেখান থেকে বেরতেই তাঁকে ছেঁকে ধরেন অনুরাগীরা। প্রাথমিক ভাবে রাজিও হয়ে যান হার্দিক। কিন্তু একটা সময় পরে তিনি গাড়ির দিকে এগোন। কিন্তু এক অনুরাগী অনেক চেষ্টা করেও কাছাকাছি পৌঁছতে পারেননি। প্রিয় তারকা চলে যাচ্ছেন দেখে তিনি দূর থেকেই চেঁচিয়ে ওঠেন, ''ভাঁড় মে যাও (চুলোয় যাও)।'' সংবাদ প্রতিদিন ডিজিটাল অবশ্য ভিডিওটির সত্যতা যাচাই করেনি।
এমন গালাগালি শুনেও কিন্তু কোনও প্রতিক্রিয়া দেখাননি হার্দিক। তিনি নিস্পৃহ ভঙ্গিতেই গাড়িতে উঠে যান। এটা অবশ্য পরিষ্কার নয়, তিনি আদৌ ওই কটু বাক্য শুনতে পেয়েছিলেন কিনা। তবে হার্দিকের আচরণের প্রশংসা করেছেন বহু নেটিজেন। এই মাসেই পাপারাজ্জিদের উপরে ক্ষিপ্ত হয়েছিলেন তারকা। বান্দ্রার একটি রেস্তরাঁ থেকে বেরনোর সময় পাপারাজ্জিরা যেভাবে মাহিকার ছবি তোলেন, সেটা তাঁর পছন্দ হয়নি। সেখানে মাহিকার অন্তর্বাস দেখা যায়। সেটা উল্লেখ করে হার্দিক লেখেন, ‘যে অ্যাঙ্গলে ছবি তোলা হয়েছে, সেটা কোনও মহিলার জন্য কাঙ্ক্ষিত নয়। ব্যক্তিগত মুহূর্তকেও এখন অশ্লীলভাবে সস্তা প্রচার বানিয়ে ফেলা হচ্ছে। কে কোন ছবি তুলেছে, সেটার থেকেও বড় কথা হল অন্যকে সম্মান করা। মহিলাদের মর্যাদা দিতে শিখুন।’ কিন্তু এবার তিনি মেজাজ হারালেন না। যা নিয়ে চর্চা চলছে।
ঠান্ডা মাথায় যেভাবে পরিস্থিতিটা সামলেছেন হার্দিক, তা প্রশংসা পেয়েছে সকলের। বদরাগী বলেই পরিচিত তিনি। মাঠেও তাঁকে একাধিক বার মেজাজ হারাতে দেখা গিয়েছে। সেই মানুষটি যেভাবে উত্তেজিত না হয়ে গাড়িতে উঠে গিয়েছেন তা তাঁর পরিণতমনস্ক হয়ে ওঠারই চিহ্ন বলে মনে করছেন নেটিজেনরা।
