সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ চলাকালীন মাঠে একাধিকবার ‘ভারতবিদ্বেষী’ আচরণ। পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে (Haris Rauf) বড়সড় শাস্তি দিল আইসিসি। দু'ম্যাচের জন্য নির্বাসিত হলেন পাক পেসার। একই সঙ্গে এশিয়া কাপে 'রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে জরিমানার মুখে পড়তে হল সূর্যকুমার যাদবকেও। তবে সতর্ক করে ছেড়ে দেওয়া হল পাকিস্তানের সাহিবজাদা ফারহান এবং ভারতের যশপ্রীত বুমরাহকে।
উল্লেখ্য, এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছে। তিন ম্যাচেই কোনও না কোনও বিতর্কিত আচরণের অভিযোগ উঠেছে দু'দেশের ক্রিকেটারদের বিরুদ্ধে। হ্যারিস রউফ ম্যাচ চলাকালীন ইশারা করেন, উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান। হাতের ছয় আঙুল দেখান তিনি। কারণ অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারত যা নিয়ে অভিযোগ দায়ের করেছিল আইসিসি-র কাছে। দুই ম্যাচে ওই কাণ্ড ঘটান রউফ। দুই ম্যাচেই তাঁর ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। সেই সঙ্গে দুই ম্যাচে দু'টি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দু'ম্যাচের জন্য নির্বাসিত রউফ। নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার ২ বছরের মধ্যে ৪ ডিমেরিট পয়েন্ট পেলে তাঁকে দু'ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়।
সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ‘বন্দুক সেলিব্রেশন’ করে বিতর্কে জড়িয়েছেন। তিনি অবশ্য যুক্তি দিয়েছেন, পাকিস্তানের পাখতুন গোষ্ঠী নাকি এভাবেই আনন্দ-উৎসব উদযাপন করে। বিয়েতেও নাকি এভাবেই সেলিব্রেট করা হয়। এমনকী বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির সেলিব্রেশনের যুক্তিও দিয়েছেন তিনি। তাঁকে সরকারিভাবে সতর্ক করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ভারতীয়দের মধ্যে অধিনায়ক সূর্যকুমার যাদবকে খেলার মাঠে রাজনীতি ঢোকানোর দায়ে দোষী সাব্যস্ত করেছে আইসিসি। সূর্যকে ম্যাচ ফি'র ৩০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ফাইনালে রউফকে আউট করে বিমান নামানোর ভঙ্গিমায় সেলিব্রেশন করেছিলেন যশপ্রীত বুমরাহও। তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে বুমরাহকে সতর্ক করে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অর্শদীপ সিং রউফের সেলিব্রেশনের পালটা অঙ্গভঙ্গি করেছিলেন। তাঁকে অবশ্য দোষী সাব্যস্ত করা হয়নি।
