shono
Advertisement

Breaking News

KL Rahul

'নিজের বুদ্ধি খাটাতে যেও না', 'অবাধ্য' প্রসিদ্ধকে তুমুল বকুনি রাহুলের, কেন?

India vs South Africa 2nd ODI: স্টাম্প মাইকে টিম ইন্ডিয়ার অধিনায়ককে আর কী শোনা গিয়েছে?
Published By: Prasenjit DuttaPosted: 03:03 PM Dec 04, 2025Updated: 03:40 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রায়পুরে রেকর্ড রান তাড়া করে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া সেঞ্চুরিকে মূল্যহীন করে টেম্বা বাভুমার দল। ৩৫৮ রান করেও হারের নেপথ্যে রয়েছে বোলারদের ব্যর্থতা। অর্শদীপ সিং ছাড়া বাকি বোলারদের অবস্থা তথৈবচ। সবচেয়ে বেশি মার খেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। এর জন্য ম্যাচ চলাকালীন ভারত অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) কাছে বকুনিও শুনতে হয় ২৯ বছরের পেসারকে।

Advertisement

সাধারণত শান্ত মানসিকতার কেএল রাহুল। সেই তিনিই এবার প্রসিদ্ধ কৃষ্ণর উপর মেজাজ হারালেন। ৮.২ ওভারে ৮৫ রান বিলিয়েছেন তিনি। পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে, একেবারে সাধারণ মানের পারফরম্যান্স করেছেন। তার উপর টনি জর্জির মাথা লক্ষ্য করে একের পর এক শর্ট বল করে যাচ্ছিলেন। সেই সময় তুমুল ধমক দেন রাহুল।

স্টাম্প মাইকে পরিষ্কার শোনা যায়, "নিজের বুদ্ধি খাটাতে যেও না। যেটা বলা হচ্ছে, সেটাই করো। তোমাকে তো আগেই বলা হয়েছে, কীভাবে বোলিং করতে হবে।" প্রসিদ্ধর উত্তর, "তাহলে কি মাথা লক্ষ্য করে বল করব?" এর উত্তরও বেশ কড়াভাবে দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বলেন, "না, ওই লেংথে বল করার কোনও দরকার নেই। তোমাকে তো বারবার বারণ করা হচ্ছে। তা সত্ত্বেও একই লেংথে বল করে চলেছ!"

ওভার পিছু ১০.২০ করে রান দিয়েছেন প্রসিদ্ধ। এর ফলে তাঁকে নিয়ে তুমুল সমালোচনাও চলছে। অনেকেই বলছেন, প্রসিদ্ধকে বসিয়ে সিরাজকে দলে নেওয়া হোক। উল্লেখ্য, সিরিজের চূড়ান্ত ম্যাচ ৬ ডিসেম্বর, বিশাখাপত্তনমে। রায়পুরের ম্যাচের ভুলচুক থেকে শিক্ষা নিয়ে তৃতীয় ওয়ানডে'তে নামতে হবে গম্ভীর বাহিনীকে। তবে আগামী ম্যাচে প্রসিদ্ধ খেলবেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩৫৮ রান করেও হারের নেপথ্যে রয়েছে বোলারদের ব্যর্থতা।
  • অর্শদীপ সিং ছাড়া বাকি বোলারদের অবস্থা তথৈবচ। সবচেয়ে বেশি মার খেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
  • এর জন্য ম্যাচ চলাকালীন ভারত অধিনায়ক কেএল রাহুলের কাছে বকুনিও শুনতে হয় ২৯ বছরের পেসারকে।
Advertisement