shono
Advertisement
Virat Kohli

কোহলি নিয়ে 'বিরাট' ভুল ধরিয়ে দিলেন ভক্তরা, ড্যামেজ কন্ট্রোলে কী করল আইসিসি?

রোহিত শর্মাকে টপকে ৫৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান দখল করেছেন কিং। এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে বাধ সাধল আইসিসি'র ভুল। যা দেখে ক্ষেপে লাল নেটিজেনরা।
Published By: Prasenjit DuttaPosted: 04:19 PM Jan 16, 2026Updated: 06:30 PM Jan 16, 2026

এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ধারাবাহিকভাবে রান করছেন। টিম ইন্ডিয়াকে জেতাচ্ছেন। যার ফল পেয়েছেন হাতেনাতে। রোহিত শর্মাকে টপকে ৫৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান দখল করেছেন কিং। এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে বাধ সাধল আইসিসি'র 'বিরাট' ভুল। যা ধরিয়ে দিলেন ভক্তরা। ড্যামেজ কন্ট্রোলে কী করল আইসিসি?

Advertisement

ঠিক কী হয়েছে? ক্রমতালিকায় শীর্ষে ওঠার পর প্রথম গ্রাফিক্সে আইসিসি লেখে ওয়ানডে কেরিয়ারে এক নম্বর ব্যাটার হিসাবে ৮২৫ দিন কাটিয়েছেন বিরাট। সব মিলিয়ে যা দশম সর্বোচ্চ। তবে ক্রিকেটের নিয়ামক সংস্থার দেওয়া এই পরিসংখ্যানটি ভুল। সেটা আইসিসি'র দৃষ্টিগোচরও করেন নেটিজেনরা। তুলে ধরেন আইসিসি'র বেশ কিছু পুরনো প্রতিবেদনও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, কেরিয়ারে ১,৫৪৭ দিন র‍্যাঙ্কিং শীর্ষে কাটিয়েছেন কোহলি। 'আইসিসি'র মতো এত বড় সংস্থা কীভাবে এমন ভুল করে? অবিলম্বে ডিলিট করতে হবে পোস্ট', গর্জে ওঠেন কোহলিভক্তরা। এরপর আইসিসি পোস্টটি ডিলিট করে সংশোধন করে ফের পোস্ট করে।

সবচেয়ে বেশি দিন ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার রেকর্ড ভিভ রিচার্ডসের। ২৩০৬ দিন তিনি শীর্ষে ছিলেন। এরপরে রয়েছেন ব্রায়ান লারা (২,০৭৯ দিন)। উল্লেখ্য, মোট ১১ বার আইসিসি পুরুষদের ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন কোহলি। তবে ৮২৫ দিন নয়, ১,৫৪৭ দিন শীর্ষে ছিলেন তিনি। এর ফলে দশম স্থান থেকে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। অর্থাৎ তাঁর আগে লারা এবং রিচার্ডস।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে’র পর কোহলির রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮৫। কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে’র আগে শেষ পাঁচ ৪৬৯ রান করেছেন কোহলি। যার মধ্যে দু’টি সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডে’তে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০-র উপরে। তাছাড়াও ২০২৫ সালের ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। ৩৭ বছর বয়সি ব্যাটারের শেষ ছয় ম্যাচে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। এর মধ্যে রয়েছে দু'টি সেঞ্চুরিও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে’তে ৯১ বলে ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement