সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপক্ষ অধিনায়ককে আউট করে 'পৈশাচিক' উল্লাস! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এমন কাণ্ড ঘটিয়ে শাস্তির মুখে পড়লেন পাকিস্তানের ক্রিকেটাররা। আইসিসির তরফে বলা হয়েছে, মাঠে উপস্থিত সকলকে উসকানি দেওয়ার মতো আচরণ করেছেন পাক তারকারা। তার জেরেই বড়সড় আর্থিক জরিমানা হয়েছে শাহিন আফ্রিদি-সহ তিনজনের।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। বুধবার প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে খেলতে নামেন শাহিনরা। সেই ম্যাচের প্রথম থেকেই অতিরিক্ত আগ্রাসন দেখা যায় পাক ক্রিকেটারদের মধ্যে। ২৮ তম ওভারে সিঙ্গল নেওয়ার সময়ে ম্যাথিউ ব্রিৎজকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন শাহিন। সেই নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুই ক্রিকেটারের মধ্যে।
উত্তেজনা আরও বাড়ে ওই ওভারেরই চতুর্থ বলে। ডিরেক্ট হিটে আউট হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর উইকেট পড়তেই দৌড়ে এসে সেলিব্রেশন শুরু করেন সাউদ শাকিল এবং কামরান গুলাম। সেই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েন পাক ক্রিকেটাররা। ক্রিকেটপ্রেমীদের অনেকেই বলেন, 'বাভুমার মতো ক্রিকেটারের বিরুদ্ধেও এমন নির্লজ্জের মতো সেলিব্রেশন'! উল্লেখ্য, এই ম্যাচেই নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে পাকিস্তান।
তবে ম্যাচ জয়ের পরদিনই শাস্তির কোপে পড়তে হয়েছে পাক ব্রিগেডকে। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে শাহিনকে। ১০ শতাংশ করে জরিমানা নির্ধারণ করা হয়েছে শাকিল এবং কামরানের জন্য। আইসিসির তরফে বলা হয়, আচরণবিধির ২.১২ এবং ২.৫ ধারা ভঙ্গ করেছেন পাক ক্রিকেটাররা। জরিমানা ছাড়া প্রত্যেককে একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
