সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে চাপের মুখে দুরন্ত সেঞ্চুরি। তারপর হাঁটু মুড়ে অভিনব সেলিব্রেশন। যার সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন 'বাহুবলী' সিনেমার। কিন্তু আসলে 'বাহুবলী'র সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। বরং জাতীয় পতাকাকে সম্মান জানিয়েই এই অভিনব উদযাপন। সেই কথা নিজেই জানালেন নীতীশ (Nitish Kumar Reddy)।
শতরানের পর ব্যাট মাটিতে সোজা করে রেখে তার উপর রাখলেন হেলমেট। তারপর উপর দিতে হাত তুলে প্রণাম করলেন। গ্যালারিতে বাবার তখন চোখে জল বাঁধ ভেঙেছে। বিদেশের মাটিতে টেস্টে ( IND vs AUS 4th Test) ছেলের প্রথম সেঞ্চুরির সাক্ষী থাকতে পেরে আপ্লুত তিনি। কিন্তু কেন এই সেলিব্রেশন? অনেকেই এর সঙ্গে 'বাহুবলী'র মিল খুঁজে পেলেও আসলে তা নয়। বরং দেশের সম্মান বাঁচানোর পর দেশের পতাকাকেই সম্মান জানিয়েছেন তিনি।
নীতীশ বলছেন, "সেঞ্চুরি করার পর ব্যাট মাটিতে রেখে তার উপর হেলমেট রাখি। হেলমেটের উপর জাতীয় পতাকা রয়েছে। আর দেশকে সম্মান জানাতে আমি স্যালুট করি। দেশের প্রতিনিধিত্ব করার থেকে গর্বের আর কী হতে পারে? আমি সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম।" সেই সঙ্গে জানান, "বাবার চোখে জল দেখেছি। আমার স্বপ্ন ছিল বাবাকে গর্বিত করা।"
নীতীশের যেমন স্বপ্নপূরণ হয়েছে, তেমনই চাপ বাড়তে পারে হার্দিক পাণ্ডিয়ার উপর। ভারতীয় দলে অলরাউন্ডারের জায়গায় হার্দিকের বিকল্প হয়ে ওঠার প্রবল দাবিদার নীতীশ। যদিও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি হার্দিক। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "নিজের পরিবারের সামনে এত বড় সাফল্য অর্জনের জন্য সাহস দরকার। অসাধারণ প্রতিভা, তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। আমার তরফ থেকে সবসময় শুভেচ্ছা রইল।"