সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত (IND vs ENG)। নেপথ্যে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের সেঞ্চুরি। আর তারপর ঝড় তুললেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দিনের শেষে অপরাজিত থেকে গিল ও পন্থ যখন ফিরছেন, তখন ভারতীয় উইকেটকিপারের সামনে নতজানু কেএল রাহুলও (KL Rahul)। সেই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।
শুক্রবার হেডিংলিতে ১৫৯ বলে ১০১ রান ঝুলিতে ভরেন যশস্বী। এর পর ধৈর্যের পরিচয় দিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন গিল। দিনের শেষে ১২৭ রানে অপরাজিত থাকেন। গিল-পন্থ জুটির হাত ধরেই ইংল্যান্ডের মাটিতে প্রথমদিনে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ৩৫৯। দিনের শেষে দুজন যখন ফিরছেন তখন গোটা দল উঠে দাঁড়িয়ে হাততালি দেয়।
এখানেই শেষ নয়। হেডিংলির সিঁড়ি ভেঙে যখন পন্থ উঠছেন, তখন তাঁর সামনে কার্যত নতজানু কেএল রাহুল। হাতজোড়া প্রণাম ঠুকলেন। পুরোটাই অবশ্য মজার ছলে। তবে পন্থ যেভাবে খেলেছেন, তাতে কুর্নিশ জানানোই যায়। তিনি অপরাজিত আছেন ৬৫ রানে। ৬টি চারের পাশাপাশি আছে ২টি ছয়। অধিনায়ক ও সহ-অধিনায়কের জুটিতে উঠেছে ১৩৮ রান।
পাশাপাশি শুক্রবার অনন্য রেকর্ডের মালিক হয়ে গেলেন পন্থও। দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার (SENA) মাটিতে উইকেটকিপার-ব্যাটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির সাফল্যকে পিছনে ফেলে দিলেন তিনি। এই চার দেশের ২২ গজে মোট ২৭টি ম্যাচে পন্থের ঝুলিতে এখন ১৭৪৬ রান। গড় ৩৮.৮০। তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে চারটি সেঞ্চুরি এবং ছ’টি হাফ সেঞ্চুরিও। তাঁর ব্যাট থেকে আজ শতরান আসে কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।