সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসকয়েক আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বজয়ের আনন্দে মেতেছিল গোটা দেশ। বিশ্বমঞ্চে সাফল্যের সঙ্গে উড়েছে তেরঙ্গা পতাকা। কিন্তু দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত থেমে গেল দুবার। প্রোটিয়াদের ঘরের মাঠে ম্যানেজমেন্টের ব্যর্থতা নিয়ে তুঙ্গে বিতর্ক।
ডারবানে প্রথম ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের জন্য তৈরি ছিল ভারতীয় দল। সময়মতো শুরুও হয় জাতীয় সঙ্গীত। কিন্তু আচমকাই বিপত্তি। হঠাৎ করে বন্ধ হয়ে 'জন গণ মন অধিনায়ক'। আবার কিছুক্ষণ পরে তা শুরু হয়, কিন্তু ফের বন্ধ হয়ে যায়। দুবার তা বন্ধ হয়ে যাওয়ায় ডারবানের ভারতীয় সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। যদিও ভারতীয় ক্রিকেটাররা থামেননি। তাঁরা নিজেরাই পুরো জাতীয় সঙ্গীত গেয়ে সমাপ্ত করেন।
যখনই প্লেয়াররা 'জয় জয় জয় হে' দিয়ে জাতীয় সঙ্গীত শেষ করেন, তখনই ফের বক্সে তা বেজে ওঠে। ফলে আবার পুরো গানটি সমাপ্ত করেন ভারতীয় ক্রিকেটাররা। স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরাও আবার জাতীয় সঙ্গীতে গলা মেলান। কিন্তু গোটা পরিস্থিতি নিয়ে স্টেডিয়াম ম্যানেজমেন্টকে নিয়ে প্রশ্ন উঠছে। ভারতীয় প্লেয়াররা অবশ্য হাসিমুখেই পুরো জাতীয় সঙ্গীত আবার গেয়ে ওঠেন। ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।