shono
Advertisement
IND vs SA

গিলের চোটে কপাল খুলল সঞ্জুর, শেষ টি-টোয়েন্টিতে টস হার ভারতের, প্রথম একাদশে কারা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করবে ভারত।
Published By: Arpan DasPosted: 06:40 PM Dec 19, 2025Updated: 07:20 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। সূর্যকুমাররা যদিও ২-১ ব্যবধানে সিরিজ এগিয়ে আছেন। ফলে সিরিজ হারের সম্ভাবনা নেই। শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করবে ভারত। প্রথম একাদশে তিন বদল এসেছে। অবশেষে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। শুভমান গিলের চোটের জন্য তাঁর কপাল খুলল। অন্যদিকে দলে ফিরলেন জশপ্রীত বুমরাহ। আর কুলদীপ যাদবের জায়গায় খেলবেন ওয়াশিংটন সুন্দর।

Advertisement

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ শুরুর আগে জানা যায়, গিল খেলতে পারবেন না। তখনই সংশয় ছিল, সিরিজের শেষ ম্যাচে কি গিল আদৌ নামতে পারবেন? লখনউয়ে অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন। শুভমান যদিও দলের সঙ্গে আহমেদাবাদে গিয়েছেন। তবে আহমেদাবাদে শেষ টি-টোয়েন্টিতে গিলকে খেলানো হচ্ছে না। এমনিতেও তাঁর ফর্মের যা অবস্থা, তাতে অনেকে মনে করছেন সঞ্জুকে খেলালে ভালোই হবে।

নিয়মিত পারফর্ম করেও সঞ্জু সুযোগ পাচ্ছেন না। অবশেষে শেষ টি-টোয়েন্টিতে খেলবেন তিনি। এবার দেখার 'কামব্যাক' করে যোগ্য জবাব দিতে পারেন কি না। অন্যদিকে পারিবারিক সমস্যার কারণে জশপ্রীত বুমরাহ মুম্বইয়ে ফিরে গিয়েছিলেন। পঞ্চম টি-টোয়েন্টিতে তিনি খেলবেন হর্ষিত রানার বদলে। লখনউয়ে চতুর্থ টি-টোয়েন্টি দূষণের জন্য বাতিল হয়।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম কিন্তু শুধু এই টি-টোয়েন্টি নয়, নজর রাখছেন আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই মাঠে তাদের কয়েকটি ম্যাচ খেলতে হবে। তিনি জানান, এই ম্যাচে ব্যাট নেওয়ার কারণ পরের দিকে শিশিরের প্রভাব পড়তে পারে। তবে সূর্য সেটা মনে করেন না। তাঁর যুক্তি এই মাঠে শিশির খুব একটা প্রভাব ফেলবে না। তাই ভারত টসে জিতলেও ব্যাট করতে চাইত। তবে শিশির হোক বা আর যাই হোক, অন্তত খেলাটা হবে। দূষণের কুয়াশায় খেলা পণ্ড হবে না। যা নিয়ে টস সঞ্চালক রবি শাস্ত্রী পর্যন্ত খোঁচা দিয়ে যান, "এখানে দৃশ্যমানতা দুরন্ত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।
  • সূর্যকুমাররা যদিও ২-১ ব্যবধানে সিরিজ এগিয়ে আছেন। ফলে সিরিজ হারের সম্ভাবনা নেই।
  • শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করবে ভারত। প্রথম একাদশে তিন বদল এসেছে।
Advertisement