সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়মিত পারফর্ম করেও সুযোগ পাচ্ছিলেন না। এবার সুযোগ পেলেন ঠিকই, তারপর ব্যাটে ঝড় তুললেন সঞ্জু স্যামসন। আর এমন শট হাঁকালেন যে আহত হয়ে আম্পায়ার লুটিয়ে পড়লেন মাটিতে। সঞ্জুর জোরালো শট দক্ষিণ আফ্রিকার বোলারের হাতে লেগে সোজা আম্পায়ারের পায়ে গিয়ে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ব্যাটারের শটে আহত হয়ে মাটিতে আম্পায়ার কাতরাচ্ছেন, এমন ঘটনা শেষ কবে ঘটেছে, তা অনেকেই মনে করতে পারছেন না। তার কিছুক্ষণ পরেই অবশ্য আউট হয়ে যান সঞ্জু। পরে হার্দিকের একটি শটে আহত হন এক ফটোগ্রাফারও।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। সূর্যকুমাররা যদিও ২-১ ব্যবধানে সিরিজ এগিয়ে আছেন। ফলে সিরিজ হারের সম্ভাবনা নেই। শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করছে ভারত। প্রথম একাদশে তিন বদল এসেছে। অবশেষে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। শুভমান গিলের চোটের জন্য তাঁর কপাল খুলেছে।
অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের হাত ধরে ভারতের ব্যাটিংয়ের শুরুটা বেশ দাপটের সঙ্গেই হয়। অভিষেক ২১ বলে ৩৪ রান করে আউট হন। দশম ওভারে আসে সেই মুহূর্ত। ডোনোভান ফেরেরার বলে ফ্রন্ট ফুটে জোরালো শট মারেন সঞ্জু। তবে তা ফেরেরার হাতে লেগে ঘুরে যায়। সঙ্গে সঙ্গে তা দ্রুত বেগে চলে যায় আম্পায়ার রোহন পণ্ডিতের দিকে। আম্পায়ার সরার চেষ্টা করলেও তা এসে সোজা তাঁর হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে পা ধরে মাটিতে শুয়ে পড়েন আম্পায়ার। কিছুক্ষণ শুশ্রূষার পর তিনি ফের দায়িত্বে ফেরেন।
তবে সঞ্জু অবশ্য পরের ওভারেই আউট হয়ে যান। জর্জ লিন্ডের বলে বোল্ড হয়ে যান তিনি। ২২ বলে ৩৭ রান করে ফেরেন তিনি।
