দক্ষিণ আফ্রিকা: ১৫৯/১০ (মার্করাম-৩১) ও ৯৩/৭ (বাভুমা-২৯*, জাদেজা-২৯/৪, কুলদীপ- ১২/২)
ভারত: ১৮৯/১০ (রাহুল- ৩৯, হার্মার- ৩০/৪)
দ্বিতীয় দিনের শেষে ৬৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহ প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজার এখনও পর্যন্ত সংগ্রহ ৪ উইকেট। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হার্মারের ঝুলিতেও ৪টি উইকেট। এখনও পর্যন্ত ইডেনে এই টেস্টে কোনও ব্যাটার হাফসেঞ্চুরি করতে পারেননি। টেস্ট যে তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে, তা একপ্রকার নিশ্চিত। সৌজন্যে, ইডেনের 'অর্ডারি' পিচ। কোনও বল অসমান বাউন্সে উঁচু-নিচু হচ্ছে, কোনওটা আবার আচমকা টার্ন করে উইকেট ভেঙে দিচ্ছে। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেট হারিয়ে ৯৩। এগিয়ে আছে ৬৩ রানে। একদিনে পড়ল ১৫ উইকেট। ভারতের ৮ (গিল আর ব্যাট করতে নামেননি) ও দক্ষিণ আফ্রিকার ৭। তৃতীয় দিনে তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দিতে না পারলে মুশকিল। কারণ, এই পিচে ভারতকেও রান তাড়া করতে হবে।
কিন্তু গম্ভীর ব্রিগেড সম্ভবত নিশ্চিন্ত থাকতে পারবে না। কারণ, ইডেনের পিচ যে কোনও মুহূর্তে 'আত্মঘাতী' হয়ে উঠতে পারে। গম্ভীরের ঘূর্ণির 'আবদার' থেকে পিচের পরিস্থিতি যে এই অবস্থায় দাঁড়াবে, তা সম্ভবত কেউই ভাবতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে এখনও ক্রিজে আছেন টেম্বা বাভুমা ও করবিন বশ। প্রোটিয়া অধিনায়ক যদি রোববার সকালে বড় ইনিংস খেলে দেন, তাহলে উলটো চাপে পড়বে ভারতই। আর যদি তৃতীয় দিনে জাদেজাদের জাদু চলে, তাহলে গিলদের জন্য সুবিধার। তবে ঘাড়ের চোটের জন্য গিল খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ১৫৯ রান। জবাবে ভারতের ইনিংস থেমে যায় ১৮৯ রানে। লিড ছিল মাত্র ৩০ রানের। জানসেন নিলেন ৩ উইকেট। হার্মারের ঝুলিতে ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকাকে বিপাকে ফেলেছিল জশপ্রীত বুমরাহর পেস ও বাউন্স। তা প্রোটিয়ারাই বা কম যাবেন কেন? তাদের হাতেও তো মার্কো জানসেনের মতো দীর্ঘদেহী পেসার আছে। সিমন হার্মারের মতো স্পিনার আছে। গম্ভীরের ‘অর্ডারি’ পিচে তাঁদেরকে বিশ্বমানের থেকেও সেরা দেখাল। আর তাতেই ‘কাত’ ভারতের ব্যাটিং।
অবশ্য দক্ষিণ আফ্রিকারও বিপাকে পড়তে দেরি হল না। ইনিংসের সপ্তম ওভারে কুলদীপ যাদবের আচমকা নিচু হয়ে আসা বলে এলবিডব্লু হন রায়ান রিকেলটন (১১)। দেড় ওভার পর জাদেজাকে সুইপ করতে গিয়ে একই সমস্যায় পড়ে ক্যাচ দিলেন আইডেন মার্করাম (৪)। জাদেজার বলে উইয়ান মুল্ডার (১১) স্লিপে ক্যাচ দিলেন। টনি ডে জর্জি ও ত্রিস্তান স্টাবস জাদেজার শিকার। কাইল ভেরেনিকে আউট করলেন অক্ষর প্যাটেল। জানসেন (১৩) বরং পালটা আক্রমণের রাস্তা ধরেন। কিন্তু কুলদীপের ঘূর্ণিতে স্লিপে ক্যাচ দেন তিনি। এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন টেম্বা বাভুমা (২৯*)। জাদেজা ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। কুলদীপের ২টি ও অক্ষরের শিকার একটি। এখন দেখার তৃতীয় দিনে খেলা কতক্ষণ গড়ায়। তার থেকেও বেশি দেখার ইডেনের পিচ নিয়ে কে কী মতামত দেন।
