মার্কিন যুক্তরাষ্ট্র: ১০৭ (সুদিনি ৩৬, হেনিল ৫/১৬)
ভারত ৯৯/৪ (অভিজ্ঞান ৪২*, ঋত্বিক ২/২৪)
ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৬ উইকেটে জয়ী ভারত।
যুব বিশ্বকাপের শুরুটা দাপুটে মেজাজে করল ভারতের অনূর্ধ্ব ১৯ ব্রিগেড। বৃহস্পতিবার নামিবিয়াতে বিশ্বজয়ের অভিযান শুরু করে বৈভব সূর্যবংশীরা। সেই ম্যাচে ব্যাটে-বলে সমান দাপট দেখাল ভারতের যুব দল। প্রথমে বল করে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব কম রানে আটকে দেয় ভারতীয় বোলাররা। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অল্প রানের টার্গেট তাড়া করতেও সমস্যায় পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত অবশ্য 'ভারতীয়'দের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আয়ুষ মাত্রের দল।
বৃহস্পতিবারের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামা ১১ জনের নামেই রয়েছে ভারতীয় ছোঁয়া। অধিনায়ক উৎকর্ষ শ্রীবাস্তব থেকে শুরু করে সর্বোচ্চ রান সংগ্রাহক নীতীশ সুদিনি-সকলেই ভারতীয় বংশোদ্ভূত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক আয়ুষ। ভারতীয় বোলারদের দাপটে প্রথম থেকেই কার্যত আত্মসমর্পণ করে ফেলে মার্কিন ব্যাটাররা। দ্বিতীয় ওভারে আউট হয়ে যায় ওপেনার অমরিন্দর গিল। মার্কিন ব্যাটারদের মধ্যে কেউই সেভাবে রান তুলতে পারেনি। একমাত্র নীতীশের ব্যাট থেকে আসে ৩৬ রান।
মার্কিন ব্যাটিং লাইন আপে ধস নামানোর মূল কারিগর ভারতীয় পেসার হেনিল প্যাটেল। সাত ওভার বল করে পাঁচ উইকেট তুলে নেয় এই তরুণ তুর্কি। মাত্র ১৬ রান খরচ করেছে সে। প্রতিপক্ষ অধিনায়ক, ওপেনার, টেলএন্ডার- সকলের উইকেটই গিয়েছে হেনিলের ঝুলিতে। একটি উইকেট পেয়েছেন বৈভবও। মাত্র ১০৭ রানে মার্কিন ইনিংস গুটিয়ে যায়।
অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে বারবার ভারতীয় ইনিংসে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। তবে এদিন উইকেট পেলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছে বৈভব (২)। রান পাননি অধিনায়ক আয়ুষও (১৯)। তবে ইনিংসের হাল ধরেন অভিজ্ঞান কুণ্ডু। ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়ম কার্যকর হয়। ভারতের টার্গেট কমে দাঁড়ায় ৯৬তে। মাত্র ১৭.২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
