সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত ইংল্যান্ডের টেস্ট সফরে ভারতীয় দল। রোহিত-কোহলির টেস্ট অবসরের পর জল্পনা ছিল অধিনায়ক কে হবেন? প্রত্যাশামতোই সেই দায়িত্ব বর্তাল শুভমান গিলের উপর। এক অর্থে বলা যায়, শুরু হল নয়া গম্ভীর জমানা। সহ-অধিনায়ক ঋষভ পন্থ। তবে দলে জায়গা পেলেন না মহম্মদ শামি। মুম্বইয়ে বোর্ডের হেড কোয়ার্টারে মিটিংয়ের পর ১৮ সদস্যের দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে প্রথমেই আসবে যশস্বী জয়সওয়ালের নাম। তবে তাঁর সঙ্গে বাংলার অভিমন্যু নাকি সাই সুদর্শন, কে নামেন সেটাই দেখার। তিন নম্বরে শুভমান গিল, চতুর্থ স্থানে কেএল রাহুল। তারপর আসতে পারেন ঋষভ পন্থ। আবার শুভমান ওপেনিংয়ে গিয়ে সুদর্শনকেও চতুর্থ বা পঞ্চম স্থানে খেলতে পারেন। এরপর আসবেন নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা। তিনি স্পিনের কাজটিও সামলে দেবেন। পিচ বুঝে ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর বা করুণ নায়ার। যিনি সাত বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করলেন। ইংল্যান্ডের পিচে তিন পেসারেই যেতে পারেন গম্ভীর। সেক্ষেত্রে সিরাজ, বুমরাহ তো থাকবেনই। পরে পেসারদের 'ওয়ার্কলোড' বা ফর্ম বুঝে ঢুকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ।
২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের সফর। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। এছাড়া ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি প্রস্তুতি টেস্টও খেলবে টিম ইন্ডিয়া।
ইংল্যান্ড সফরে
টিম ইন্ডিয়া
শুভমান গিল (অধিনায়ক)
অভিমন্যু ঈশ্বরণ
যশস্বী জয়সওয়াল
কেএল রাহুল
করুণ নায়ার
সাই সুদর্শন
রবীন্দ্র জাদেজা
ওয়াশিংটন সুন্দর
নীতীশ কুমার রেড্ডি
ঋষভ পন্থ
ধ্রুব জুড়েল
জশপ্রীত বুমরাহ
মহম্মদ সিরাজ
প্রসিদ্ধ কৃষ্ণ
আকাশ দীপ
অর্শদীপ সিং
শার্দূল ঠাকুর
কুলদীপ যাদব