সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশস্বী জয়সওয়ালের দুরন্ত ইনিংসে পারথ টেস্টে ভালো জায়গায় ভারত। তৃতীয় দিনে চা পানের বিরতিতে পাঁচ উইকেট হারিয়ে ৩৫৯ রান তুলে ফেলেছেন বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ার থেকে ইতিমধ্যেই ৪০৫ রানের লিড পেয়েছে ভারত। সবমিলিয়ে, অপ্টাস স্টেডিয়াম থেকে টেস্ট জয়ের হাতছানি জশপ্রীত বুমরাহদের সামনে। তবে আশা জাগিয়েও পারথে প্রথম ভারতীয় হিসাবে ডবল সেঞ্চুরি করতে পারলেন না যশস্বী। মধ্যাহ্নভোজের বিরতির পরে ৪ উইকেট পড়ল ভারতের।
পারথ টেস্টে (Border Gavaskar Trophy 2024-25) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। সর্বোচ্চ ৪১ রান এসেছিল প্রথম টেস্ট খেলতে নামা নীতীশ রেড্ডির ব্যাট থেকে। কিন্তু দ্বিতীয় ইনিংস থেকে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। বোলারদের দাপটে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড রয়েছে। তার পরে অজিভূমে ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ গড়েছেন যশস্বী এবং কে এল রাহুল। ২০১ রান ওঠে তাঁদের জুটিতে। ৭৭ রান করেন রাহুল।
তবে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে খানিকটা ম্যাচে ফিরেছে অস্ট্রেলিয়া। মধ্যাহ্নভোজের বিরতির পরে ১৫০ রান পূরণ করেন যশস্বী। কিন্তু তার আগেই ২৫ রান করে আউট হয়ে যান দেবদত্ত পাড়িক্কল। আশা জাগিয়েও ডবল সেঞ্চুরি হাতছাড়া করেন যশস্বী। ১৬১ রানে শেষ হয় ভারতীয় ওপেনারের ইনিংস। তার পর খুব কম সময়ের মধ্যে আউট হয়ে যান ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল। দুজনের সংগ্রহ ১ রান। তবে বিরাট কোহলির সঙ্গে বড় জুটি তৈরির চেষ্টা করছেন ওয়াশিংটন সুন্দর। চা পানের বিরতির আগে ৩৮ রানের পার্টনারশিপ হয়েছে তাঁদের মধ্যে। ভারতের লিড পৌঁছেছে ৪০৫ রান পর্যন্ত। হাতে এখনও পাঁচ উইকেট। বড় লিড নিয়ে অপ্টাস স্টেডিয়াম থেকে জিতে ফেরার স্বপ্ন দেখছে ভারত। একটি করে উইকেট পেয়েছেন পাঁচজন অজি বোলার।