স্টাফ রিপোর্টার: শেষ কয়েক দিনে অনুশীলনে ফিটনেসের উপর একটু বেশিই জোর দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। মাঠে ফিটনেস ট্রেনিং আর হোটেলে জিম- সবমিলিয়ে ফুটবলারদের রীতিমতো 'নিংড়ে' নিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার প্রথম পর দিনই এই বিভাগে দলের খামতি বুঝে গিয়েছিলেন স্প্যানিশ কোচ।
তবে এই কয়েকদিনের অনুশীলনের পর দল ঠিক কেমন অবস্থায় আছে, সেটা বুঝতেই শনিবার একটা প্র্যাকটিস ম্যাচে দলকে নামিয়েছিলেন অস্কার। আর নিশ্চিতভাবেই ক্লাবের রিজার্ভ স্কোয়াডের বিরুদ্ধে সেই ম্যাচের ফল স্বস্তি দেবে না তাঁকে। কারণ ক্লাবের মাঠে সেই ম্যাচ শেষ হল ২-২ গোলে।
প্রথমার্ধে সিনিয়র দলের হয়ে গোল করেছিলেন মাদিহ তালাল এবং পিভি বিষ্ণু। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে রিজার্ভ স্কোয়াডকে সমতায় ফেরালেন জেসিন টিকে। এদিন শুরুতে দেবজিৎ, লালচুংনুঙ্গা, রাকিপ, সৌভিক, মনতোষ, গিল, ক্রেসপো, জিকসন, দিমিত্রিদের খেলালেন কোচ অস্কার। পরে দ্বিতীয়ার্ধে মহেশ, ক্লেটন, ডেভিডরা খেললেন।
প্রাথমিকভাবে ২৬ নভেম্বর দলে যোগ দেওয়ার কথা ছিল জিকসনের। কিন্তু তিনি এদিনই চলে এসেছিলেন। পরে বলে গেলেন, "এখন ছুটি কাটাতে চাই না। এখন খেলতে হবে, তাই চলে এসেছি। ছুটি তো পরেও পাব!” দলের দায়িত্ব নেওয়ার সময় ফুটবলারদের মানসিকতা বদলের কথা বলেছিলেন অস্কার। সেকাজ অনেকটা যে তিনি করে ফেলেছেন, জিকসনের কথা যেন সেই ইঙ্গিতই দিল এদিন।