সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় সচরাচর এ জিনিস দেখা যায় না। ইংল্যান্ডের মতো ক্ষণে ক্ষণে বৃষ্টি। সঙ্গে আবার বজ্রবিদ্যুৎ। যার জেরে বাতিল হয়ে গেল গাব্বার পঞ্চম টি-২০ ম্যাচেও। ফলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ভারত। ওয়ানডে সিরিজে হারের মধুর বদলা নিয়ে ফেলল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টিতে বাতিল হয়েছিল।
ব্রিসবেনে ম্যাচের শুরুটা অবশ্য নির্ধারিত সময়েই হয়েছিল।এদিন ফের টস হারে ভারত। অজিরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দলে একটি বদল করা হয়। তিলক বর্মাকে বিশ্রাম দিয়ে এই ম্যাচের জন্য সুযোগ দেওয়া হয় রিঙ্কু সিংকে। এর বাইরে আর কোনও বদল নেই। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটাও দুর্দান্ত করে টিম ইন্ডিয়া। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত ৪ ওভার ৫ বলে বিনা উইকেটে ৫২ রান করে টিম ইন্ডিয়া। ঠিক তখনই খারাপ আবহাওয়ার জন্য খেলা বন্ধ হয়।
শুরুর দিকে বৃষ্টি ছিল না। ছিল ঘন ঘন বজ্রপাত। প্রবল শব্দ। যার জেরে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে খেলা বন্ধ করে দিতে হয়। শুধু ক্রিকেটারদের নয়, সমর্থকদের সুরক্ষা নিয়েও উদ্বিগ্ন স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই মাঠের একেবারে নিচের দিকে শেডহীন গ্যালারিতে যে দর্শকরা বসে ছিলেন, তাঁদের উপরের সারিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিচের সারিতে কাউকে বসতে দেওয়া হয়নি। এমনকী, খেলা বন্ধ হওয়ার পর জায়ান্ট স্ক্রিনে আবহাওয়া নিয়ে সতর্কবার্তাও দেওয়া হয়। যাতে বলা হয়, “আমরা বিপজ্জনক আবহাওয়ার সম্মুখীন। দয়া করে নিরাপদ জায়গায় আশ্রয় নিন।” এদিকে খেলা বন্ধ হওয়ার পর বৃষ্টি শুরু হয়। এরপর কয়েক দফায় বৃষ্টি সাময়িকভাবে থামলেও খেলা চালু করা যায়নি।
বৃষ্টিবিঘ্নিত সিরিজে টুর্নামেন্টের সেরা হয়েছেন অভিষেক শর্মা। এদিন টি-২০ কেরিয়ারে হাজারতম রানটাও করে ফেলেছেন অভিষেক। মাত্র ২৮ ইনিংস এই মাইলফলক ছুঁলেন তিনি। দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসাবে এই কীর্তি অভিষেকের। বিরাট কোহলি টি-টোয়েন্টিতে হাজার রান করেছিলেন ২৭ ইনিংসে।
