সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের মধ্যে উড়ে বেড়াচ্ছে অজস্র পিঁপড়ে! তাদের তাণ্ডবে বন্ধ হয়ে গেল খেলাও! এমনই আজব কাণ্ড ঘটল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে। পিপীলিকার আক্রমণে প্রায় মিনিট কুড়ি মাঠের বাইরে থাকতে হল সকলকে। পরিস্থিতি খানিক স্বাভাবিক হতে ফের খেলা শুরু করেছে দুই দল।
বুধবার টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছেন সূর্যকুমার যাদবরা। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কেকেআর তারকা রমনদীপ সিংয়ের। টসে হেরে ব্যাট করতে নামে ভারত। কিন্তু এদিন সেঞ্চুরিয়নের মাঠে খেলা শুরুর সময় থেকেই ক্রিকেটারদের সঙ্গী ছিল পিঁপড়ের উৎপাত। মাঠের ঘাস থেকে শুরু করে ফ্লাডলাইট-সর্বত্রই উড়ে বেড়াচ্ছিল ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে। তার মধ্যেই ছয় উইকেট খুইয়ে ২১৯ রানে শেষ হয় ভারতের ইনিংস।
বিপত্তি বাড়ে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামার পরেই। প্রথম ওভার শেষ হতেই আরও বাড়ে পিঁপড়ের দাপট। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে বাধ্য হয়েই সাময়িকভাবে খেলা বন্ধ রাখেন আম্পায়ার। পিঁপড়ে দমনে প্রথমে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ানো হয় গোটা মাঠ জুড়ে। তার জেরে ভিজে যায় মাঠ। পরে সুপার সপার দিয়ে গোটা মাঠ শুকানো হয়। সবমিলিয়ে প্রায় ২০ মিনিট বন্ধ থাকে খেলা। পিঁপড়ের আক্রমণ খানিক কমলে ফের খেলা শুরু করে দুই দল।
কেন আচমকা মাঠে উড়তে শুরু করল একঝাঁক পিঁপড়ে? বিশ্লেষকদের মতে, বর্ষার পরেই এই পিঁপড়ের মিলনের সময়। বৃষ্টি হওয়ার ৩-৫ দিনের মধ্যেই মহিলা পিঁপড়েরা পুরুষ সঙ্গীদের খোঁজে উড়ে বেড়ায়। অনেক সময় নতুন এলাকাতেও পৌঁছে যায় তারা। সাধারণত বসন্তের সময়েই পিপঁড়ের এমন আচরণ লক্ষ্য করা যায়। তবে পিঁপড়ের একেক প্রজাতির মিলনের সময় একেক রকম। পিঁপড়ের তাণ্ডব সামলে আপাতত ম্যাচ জিততে বিশাল রানের পাহাড় তাড়া করছে দক্ষিণ আফ্রিকা।