shono
Advertisement
India vs South Africa

বুমরাহ-ভুবিদের পিছনে ফেলে টি-টোয়েন্টিতে ভারতের 'সর্দার' অর্শদীপ, লজ্জার রেকর্ড সঞ্জুর

দল হিসাবেও গোটা তিনেক বড় রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।
Published By: Subhajit MandalPosted: 12:59 PM Nov 14, 2024Updated: 07:40 PM Nov 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে শুধু যে সিরিজে অপরাজেয় থাকা নিশ্চিত করল টিম ইন্ডিয়া, তাই নয়। সেই সঙ্গে সূর্যকুমার যাদবরা গড়লেন গুচ্ছ রেকর্ড। এর মধ্যে গোটা তিনেক রেকর্ড দলগত। ব্যক্তিগত একাধিক রেকর্ডও রয়েছে। আবার উলটো দিকে জয়ের ম্যাচেও রয়েছে লজ্জার নজির।

Advertisement

কী কী দলগত রেকর্ড? টি-২০ ক্রিকেটে বুধবার বিদেশের মাটিতে শততম জয়টি তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তান বাদে আর কোনও দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। সব মিলিয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ২৪১টি ম্যাচ খেলে ১৬৪টি জিতেছে ভারতীয় দল। বুধবারই এক ক্যালেন্ডার বর্ষে ২০০টি ছয় মারার মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। এর আগে আর কোনও দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। সেঞ্চুরিয়ন টি-টোয়েন্টিতেও ভারত দুশোর বেশি রান তুলেছে। চলতি ক্যালেন্ডার বর্ষে এই নিয়ে আটবার ২০০ পেরোল বিশ্বচ্যাম্পিয়নরা। সেটাও রেকর্ড। আসলে বুধবার সব বিভাগেই প্রোটিয়াদের শাসন করেছে টিম ইন্ডিয়া।

ব্যক্তিগত রেকর্ডের মধ্যে অবশ্যই বলতে হয় অর্শদীপ সিংয়ের কথা। প্রায় নিঃশব্দে ভারতীয় বোলিংয়ের 'সর্দার' হয়ে উঠেছেন তিনি। বুধবার প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ উইকেট পেয়ে সেটাই প্রমাণ করলেন তরুণ বাঁহাতি পেসার। টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে উইকেট সংগ্রাহকদের তালিকায় অর্শদীপ এখন দু'নম্বরে। বুধবার তিনি টপকে গিয়েছেন ভুবনেশ্বর কুমারকে। ভুবি ৮৭ ম্যাচে পেয়েছিলেন ৯০ উইকেট। অর্শদীপ সেখানে মাত্র ৫৯ ম্যাচে ৯২ উইকেট তুলে নিয়েছেন। ভারতীয়দের মধ্যে উইকেট সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন চাহাল। ৮০ ম্যাচে তাঁর সংগ্রহ ৯৬ উইকেট। বুমরাহ ৭০ ম্যাচে ৮৯ উইকেট নিয়ে চতুর্থ স্থানে।

এত ঝুরি ঝুরি নজিরের মধ্যে অবশ্য লজ্জার রেকর্ডও একটা আছে। সেটা গড়েছেন সঞ্জু স্যামসন। বুধবারও শূন্য রানে আউট হয়েছেন তিনি। চলতি বছর এই নিয়ে পাঁচবার শূন্য করলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। এর আগে এই কাণ্ড ঘটিয়েছিলেন একমাত্র জিম্বাবোয়ের রেজিস চাকাভা। সেটা ২০২২ সালে। সঞ্জু স্যামসনের ধারাবাহিকতা নিয়ে বারবার কেন প্রশ্ন ওঠে, সেটা চলতি সিরিজে আবার বুঝিয়ে দিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-২০ ক্রিকেটে বুধবার বিদেশের মাটিতে শততম জয়টি অর্জন করেছে টিম ইন্ডিয়া।
  • পাকিস্তান বাদে আর কোনও দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।
  • সব মিলিয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ২৪১টি ম্যাচ খেলে ১৬৪টি জিতেছে ভারতীয় দল।
Advertisement