স্টাফ রিপোর্টার: প্রথম টিমটা, এক নম্বর। দ্বিতীয় টিমটা দু’নম্বর। প্রথম টিমটা, কষ্টেসৃষ্টে নিজেদের শেষ ম্যাচ জিতেছে। দ্বিতীয় টিমটা জিতেছে, হেলায়। অনায়াসে। মঙ্গলবারের ইডেনে সেই এক বনাম দুইয়ের খেলা। রাজস্থান রয়্যালস বনাম কেকেআরের ক্রিকেট মহাযুদ্ধ (IPL 2024)। ঘটনা হল, রাজস্থান লিগ টেবলের এক নম্বরে বসে থাকলে কী হবে, কেকেআরের (KKR) চেয়ে তারা বেশি খেলেছে এক ম্যাচ। ৬ ম্যাচে তাদের জয়ের সংখ্যা ৫। কেকেআরের পাঁচ ম্যাচ খেলে ৪।
দেখতে গেলে, দু’টো টিমই শক্তিতে প্রায় সমান-সমান। কেকেআর ওপেনিংয়ে ফিল সল্ট-সুনীল নারিন আছেন। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল (Andre Russell), রিঙ্কু সিংরা আছেন। রাজস্থান রয়্যালসেও তেমন রয়েছেন জস বাটলার, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসনরা। মিডল অর্ডারে রয়েছেন শিমরন হেটমায়ারের মতো মারকুটে ব্যাটার। এবং শুধুমাত্র ব্যাটিং নয়। স্পিন আর পেস–বোলিংয়ের দুই বিভাগেই দু’দলের শক্তি প্রায় সমান-সমান। নাইট স্পিনের দুর্গরক্ষার দায়িত্ব যদি নারিন-বরুণের হাতে থাকেন, তা হলে রাজস্থানের কাছে আছে রবিচন্দ্রন অশ্বিন-যুজবেন্দ্র চাহালরা।
[আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?]
কিন্তু তার পরেও কোথাও গিয়ে যেন মনে হচ্ছে, মঙ্গলবারের যুদ্ধে রাজস্থান নয়। কিছুটা হলেও কেকেআর এগিয়ে। তা সে যতই গত ম্যাচে অশ্বিন-বাটলার ছাড়া পাঞ্জাব কিংসকে (PBKS) হারিয়ে থাকুক রাজস্থান। কেকেআরের এগিয়ে থাকার কারণ, জয়ের ধরন। রবিবার ইডেনে (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টসকে বলতে গেলে প্রায় উড়িয়ে দিয়েছে কেকেআর। দাঁড়াতেই দেয়নি। তবে নাইটদের চিন্তা অন্য জায়গায়। ৪৮ ঘণ্টার ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার মাঠে নামতে হচ্ছে নাইটদের। সেক্ষেত্রে ক্লান্তি একটা ফ্যাক্টর হতে পারে। তাহাড়া এই মুহূর্তে শহরের যা তাপমাত্রা, তাতে ৪৮ ঘণ্টায় দুবার খেলাটা বেশ চাপের। তবে ক্লান্তির জন্যও প্রথম একাদশে বিশেষ পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগের দিন কমবেশি গোটা দলই ভালো পারফর্ম করেছে।
[আরও পড়ুন: পড়াশোনা বিদেশে, লন্ডন থেকে CAA’র প্রতিবাদ, চেনেন ভোট ময়দানে নামা তৃণমূলের নয়া প্রার্থীকে?]
এর বাইরে রাজস্থান শিবিরে খবর হল, বাটলার এবং অশ্বিন, দু’জনকেই এ দিন লম্বা সময় ইডেনে ট্রেনিং করতে দেখা গিয়েছে। বাটলার আবার শুধুই হিটিং প্র্যাকটিস করে গেলেন। এ দু’জনের কথা আলাদা করে বলার কারণ, বাটলার-অশ্বিন গত ম্যাচে খেলেননি। সব ঠিকঠাক চললে, তাঁরা হয়তো মঙ্গলবার ফিরবেন। ফিরুন, ফিরুন। চ্যাম্পিয়নরা তো সব সময় পূর্ণশক্তির টিমের মহড়া নিতেই পছন্দ করে!
আজ আইপিএলে
কেকেআর বনাম রাজস্থান রয়্যালস
সন্ধে ৭.৩০, কলকাতা
স্টার স্পোর্টস