সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মেগা নিলামে ১৩ বছর বয়সি বৈভব সূর্যবংশীকে ১.১ কোটি টাকায় কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। কবে মেগা টুর্নামেন্টে খেলবে কোটিপতি কিশোর, অধীর আগ্রহে অপেক্ষায় ক্রিকেটমহল। যদিও অভিষেকের জন্য তাকে আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে। রাজস্থান রয়্যালসের হেডকোচ রাহুল দ্রাবিড়ের কথায় অন্তত সেটাই স্পষ্ট। আপাতত তিনি বৈভবকে প্রশিক্ষণ দিতে ব্যস্ত। তবে সুযোগ পেলে অবশ্য বৈভবকে খেলাতে ভয় পাবেন না।

বৈভব যে খুবই কার্যকরী ভূমিকা নিতে পারেন, এ কথা বলেন দ্রাবিড়। এখন সে দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করছে। একজন ক্রিকেটারকে প্রস্তুত হতে গেলে যা যা করার দরকার, সবই করছে বৈভব বলে মত দ্রাবিড়ের।
বৈভবের কি চলতি আইপিএলে অভিষেক হবে? এই প্রসঙ্গে 'মিস্টার ওয়াল' বলেন, "ও এখন প্র্যাকটিসের মধ্যে রয়েছে। বৈভব খুবই প্রতিভাবান। আমাদের দায়িত্ব ওকে ভালোভাবে তৈরি করা। পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে গেলে আরও কিছুটা সময় দিতে হবে। অন্য ক্রিকেটারদের সঙ্গে আরও প্র্যাকটিস করতে হবে ওকে। এভাবেই ও অভিজ্ঞতা অর্জন করবে। সরাসরি দর্শকদের সামনে দাঁড় করিয়ে দেওয়ার আগে এগুলোও কিন্তু বৈভবের জন্য দারুণ অভিজ্ঞতা। কোনও খেলোয়াড়কে প্রস্তুত করতে এই প্রক্রিয়া অনুসরণ করি। এটাও সেই প্রক্রিয়ারই অংশ। সুযোগ এলে আমরা বৈভবকে খেলাতে ভয় পাব না।"
রবিবার রাজস্থান রয়্যালস আইপিএলে সিএসকে'র বিরুদ্ধে খেলবে। চলতি আইপিএলে এটা তাদের তৃতীয় ম্যাচ। সেই ম্যাচে নামার আগে রিয়ান পরাগকে তিন নম্বরে নামানোর পক্ষে সওয়াল করেছেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, "রিয়ান পরাগ আমাদের অন্যতম সেরা ব্যাটার। ওকে যতটা সম্ভব ব্যাট করার সুযোগ দিতে চাই। ২০ ওভার খুবই কম সময়। ও যত বেশি বল খেলবে, তত আমাদের দলের কাছেও ভালো। সঞ্জু স্যামসনের বদলে এখন রাজস্থানের নেতৃত্বে রিয়ান পরাগ। তিন নম্বরে ব্যাট করলেও তেমন সফল হননি। গত দু'টি ম্যাচে তাঁর রান যথাক্রমে ৪ এবং ২৫। এখন দেখার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে তিনি রান পান কিনা।