shono
Advertisement
ICC

আইপিএলের মাঝেই আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে পতন বরুণের, কার দখলে শীর্ষস্থান?

প্রথম দশে রয়েছেন তিন ভারতীয়।
Published By: Prasenjit DuttaPosted: 06:19 PM Apr 02, 2025Updated: 08:30 PM Apr 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সিরিজ জয়ের পিছনে তাদের পেসার জ্যাকব ডাফি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এর পুরস্কারও হাতেনাতে পেয়ে গেলেন তিনি। ৭২৩ পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ৩০ বছর বয়সি এই ক্রিকেটার।

Advertisement

আজ আইসিসি প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং তালিকায় ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনকে টপকে শিখরে ডাফি। পাকিস্তান সিরিজে তিনি ১৩ উইকেট পেয়েছিলেন। গড় ছিল ৮.৩৮। মোট কথায় স্বপ্নের ফর্মে ছিলেন। বরুণ চক্রবর্তী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আদিল রশিদের মতো বড় বড় নামেরাও এখন তাঁর পিছনে।

এই প্রথমবার কোনও ফরম্যাটে র‌্যাঙ্কিং শীর্ষে উঠলেন ডাফি। ২০১৮ সালের ইশ সোধি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছিলেন। সোধির পর প্রথম কোনও কিউয়ি বোলার হিসেবে জ্যাকব ডাফির এই কৃতিত্ব অর্জন।

উল্লেখ্য, বরুণ চক্রবর্তী রয়েছেন তিনে। তাঁর পয়েন্ট ৭০৬। প্রথম দশে আরও দুই ভারতীয় বোলার জায়গা পেয়েছেন। সপ্তম স্থানে রয়েছেন রবি বিষ্ণোই (৬৭৪) এবং অর্শদীপ সিং (৬৫৩)। অক্ষর প্যাটেল রয়েছেন ত্রয়োদশ স্থানে। অন্যদিকে, ৮৫৬ পয়েন্ট নিয়ে সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় প্রথমে রয়েছেন অজি তারকা ট্র্যাভিস হেড। তাঁর পরেই রয়েছেন ভারতীয় ত্রুণ তুর্কি অভিষেক শর্মা। তাঁর পয়েন্ট ৮২৯। তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব রয়েছেন তিন এবং পাঁচ নম্বরে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিরিজ জয়ের পিছনে তাদের পেসার জ্যাকব ডাফি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
  • এর পুরস্কারও হাতেনাতে পেয়ে গেলেন তিনি।
  • ৭২৩ পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ৩০ বছর বয়সি এই ক্রিকেটার।
Advertisement