সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার আইপিএলে রয়েছে দক্ষিণী ডার্বি। মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ ঘিরে পারদ চড়ছে। বিরাট কোহলিরা ইতিমধ্যেই চেন্নাই পৌঁছে গিয়েছেন। কে বলবেন, খেলাটা চেন্নাইয়ে! কারণ সেখানে রীতিমতো কোহলি জ্বরে আক্রান্ত সিএসকে ফ্যানেরাও। আর তা দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি চেন্নাইয়ে থালাপ্রেম অতীত?

চিপকে বহু প্রতীক্ষিত লড়াইয়ের নামার জন্য প্রস্তুত হচ্ছিল আরসিবি। সেই সময় প্রাকটিস সেশন দেখার জন্য একদল ভক্ত হাজির হন। অনুশীলন থেকে বিরতি নিয়ে বিরাট সেই স্ট্যান্ডের দিকে হেঁটে যান। সেখানেই ছিলেন সমর্থকরা। তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান বিরাট। ট্রেডমার্ক হাসিতে মাতিয়ে অটোগ্রাফও দেন। কয়েকজন ভাগ্যবান তো প্রাক্তন আরসিবি অধিনায়কের সঙ্গে সেলফিও তোলেন। যদিও নিরাপত্তাকর্মীরা বিরাটের পাশেই ছিলেন। সেসব উপেক্ষা করে একে একে অটোগ্রাফ দিতে দেখা যায় তাঁকে।
এই আবহে চেন্নাই সমর্থকরা 'লাভ ইউ বিরাট' এই স্লোগান দিতে থাকেন। তারকাকে এত কাছ থেকে পেয়ে তাঁরা আহ্লাদিত। বিরাটের নামে যে 'গ্লোবাল ফ্যানডম' রয়েছে, তা বিশ্বের প্রতিটি প্রান্তেই দেখা যায়। বিরাট যেখানেই যান, সেখানেই এই উন্মাদনা নজরে পড়ে।
তাহলে কি চেন্নাইয়ে 'থালা'র জনপ্রিয়তা কমে যাচ্ছে? সিএসকে'তে মহেন্দ্র সিং ধোনিকে সবাই থালা বলেন। থালা অর্থাৎ লিডার। সিএসকে এবং ধোনি সমার্থক শব্দ। খোদ তাঁরই 'শহরে' এসে কোহলির এমন জনপ্রিয়তা কিন্তু ঈর্ষণীয়। তবে ধোনির জায়গায় চেন্নাইয়ের নতুন 'খালা' অবতারে না হোক, গোটা সিএসকে ফ্যানেদের কাছে কোহলি যে নয়নের মণি, সে কথা বলার অপেক্ষা রাখে না।