shono
Advertisement
IPL 2025

নিয়মরক্ষার ম্যাচে রাজস্থানের কাছেও হার চেন্নাইয়ের, ভবিষ্যতের দিকে তাকাতে চান ধোনি

আগামী মরশুমেও হলুদ জার্সিতে দেখা যাবে থালাকে? ইঙ্গিত মিলল ধোনির কথাতেই।
Published By: Subhajit MandalPosted: 10:59 PM May 20, 2025Updated: 11:07 PM May 20, 2025

চেন্নাই সুপার কিংস: ১৮৭-৭ (মাত্রে ৪২, ব্রেভিস ৪২)
রাজস্থান রয়্যালস: ১৮৮-৪ (বৈভব ৫৭, স্যামসন ৪১)
রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
চেন্নাই সুপার কিংস কি জিততে ভুলে গিয়েছে? ভুলে ভরা বিশ্রী মরশুমে আরও লজ্জার মুখে মাহির সিএসকে। এবার নিয়মরক্ষার ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছেও হার। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাহি ব্রিগেডকে ৬ উইকেটে হারিয়ে দিল রাজস্থান। ফলে লিগ টেবিলের শেষতম স্থান থেকে অন্তত একধাপ উপরে উঠে আসার সুযোগও হাতছাড়া করল চেন্নাই।

Advertisement

মঙ্গলবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সঞ্জু স্যামসন। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই তোলে ৮ উইকেটে ১৮৭ রান। শুরুটা বিশেষ ভালো না হলেও তরুণ আয়ুষ মাত্রে (২০ বলে ৪৩) রান এবং ব্রেভিস (২৫ বলে ৪২) নজরকাড়া ইনিংস খেলে চেন্নাইকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন। ৩২ বলে ৩৯ রান করেন দুবে। ধোনি এদিনও ব্যর্থ। ১৭ বলে মাত্র ১৬ রান করেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটাও ঝড়ের গতিতে করে রাজস্থান। প্রথম উইকেটের জুটিতে মাত্র সাড়ে ৩ ওভারে ৩৭ রান তুলে ফেলে তারা। যশস্বী একাই করেন ৩৬ রান। অন্যদিকে চমকপ্রদ ইনিংস খেলে কিশোর তারকা বৈভবও। মাত্র ৩৩ বলে ৫৭ রান করে সে। অধিনায়ক স্যামসন ৩১ বলে ৪১ রান করেন। কাজ যেটুকু বাকি ছিল সেটা শেষ করে দেন ধ্রুব জুরেল। শেষপর্যন্ত ৪ উইকেট খুইয়ে ১৭ বল বাকি থাকতেই টার্গেটে পৌঁছে যায় রাজস্থান। 

টসের সময় মহেন্দ্র সিং ধোনি বলছিলেন, তিনি উত্তর চান। আগামী মরশুমের আগে তাঁর দলে যে যে সমস্যা তৈরি হয়েছে, সেইসব সমস্যার সমাধান চান। কিন্তু রাজস্থান ম্যাচের পর সেই সমাধান পাওয়া তো দূরের কথা, প্রশ্ন আরও বাড়ল। আরও বাড়ল সমস্যা। তবে চেন্নাই ভক্তদের জন্য স্বস্তির খবর, সেই সমস্যা সমাধানের কথা ধোনি নিজে ভাবছেন। আগামী মরশুমে কী কী পরিকল্পনা করতে হবে, এখন থেকেই তাঁর মাথায়। তাহলে কি আগামী মরশুমেও হলুদ জার্সিতে দেখা যাবে থালাকে? স্বপ্ন দেখতেই পারেন সিএসকে সমর্থকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভুলে ভরা বিশ্রী মরশুমে আরও লজ্জার মুখে মাহির সিএসকে।
  • এবার নিয়মরক্ষার ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছেও হার।
  • মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাহি ব্রিগেডকে ৬ উইকেটে হারিয়ে দিল রাজস্থান।
Advertisement