সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'প্রিয় ক্রিকেট, আমাকে আরেকটা সুযোগ দাও' ('Dear Cricket, Give Me Another Chance)। এক্স হ্যান্ডলে লিখেছিলেন করুণ নায়ার (Karun Nair)। তারপর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। আর দিল্লির জার্সিতে অবিশ্বাস্য ইনিংস খেলার পর ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে লেখা হয়েছে, 'আমাদের মন ভরে গিয়েছে'। কিন্তু করুণ নায়ারের সফর তো শুধু এই সময়টুকু নয়।

দিল্লির জার্সিতে তাঁর ব্যাটিং দেখে কে বলবে, দু'বছরের বেশি সময় পর আইপিএলের (IPL 2025) মঞ্চে ফিরলেন। হাফসেঞ্চুরি পেলেন আড়াই হাজার দিন পর। জাতীয় দলে ব্রাত্য প্রায় ১০ বছর। আর কামব্যাকে করুণের বিধ্বংসীর পর ফিরে আসছে 'প্রিয়' ক্রিকেটের কাছে তাঁর সেই পুরনো পোস্ট। মুম্বইয়ে বিরুদ্ধে ৪০ বলে ৮৯ রান করে আউট হন তিনি। দিল্লিও জিততে পারেনি। কিন্তু হার-জিতের অঙ্ক ভুলে চলছে করুণ-বন্দনা। ৫টি ছয় ও ১২টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। বুমরাহর এক ওভারে তুললেন ১৮ রান।
কিন্তু এত কিছুর পরও নিজের ইনিংস নিয়ে কথা বলতে নারাজ করুণ। কারণ দিনের শেষে তাঁর দল হেরে গিয়েছে। ম্যাচের পর বলেন, "আমি ভালো খেলেছি। কিন্তু দল হেরেছে। ফলে ওই ইনিংস নিয়ে কথা বলে লাভ নেই। দল না জিতলে যত ভালো ইনিংসই খেলি না কেন, তার কোনও মুল্য নেই। আর আমি তো আলাদা কিছু করিনি। আমার মনে বিশ্বাস ছিল, আইপিএলের দলে সুযোগ পেলে আগে যেরকম খেলতাম, সেরকমই খেলব। নিজেকে শুধু বলতাম, 'সময় নাও। স্বাভাবিক খেলা খেলো।' আমি শুধু নিজের কাজ করেছি।"
আর এই কামব্যাক তো শুধু আইপিএলের মঞ্চে নয়। গত মরশুমে ঘরোয়া ক্রিকেটও তাঁর প্রত্যাবর্তনের সাক্ষী থেকেছে। রনজিতে দল বদলে এসেছেন বিদর্ভে। যারা রনজি চ্যাম্পিয়নও হয়েছে। ফাইনালে করুণ করেছিলেন ৮৬ রান। বিজয় হাজারে ট্রফিতে নয়া নজির গড়েছেন করুণ। ৬টি ম্যাচে তাঁর পরিসংখ্যান অনেকটা এরকম- ১১২*, ৪৪, ১৬৩*, ১১১*, ১১২, ১২২*। আর অবশেষে আইপিএলে প্রত্যাবর্তনেই অনবদ্য ইনিংস। এরপরও কি জাতীয় দলের দরজা খুলবে না তাঁর জন্য? প্রশ্ন তুলছেন ক্রিকেটভক্তরা। আর করুণ? 'প্রিয়' ক্রিকেটের থেকে আরেকটা সুযোগ পেয়ে দলের জন্য নিবেদিত প্রাণ তাঁর।