shono
Advertisement

Breaking News

IPL 2025

অপারেশন সিঁদুরের প্রভাব সরাসরি আইপিএলে, বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে একাধিক দল

অপারেশন সিঁদুরের প্রভাব খেলার মাঠে।
Published By: Subhajit MandalPosted: 03:08 PM May 07, 2025Updated: 03:08 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর অপারেশন সিঁদুরের সরাসরি প্রভাব আইপিএলে। ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর দেশের সীমান্তবর্তী এলাকার ১৮টি বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। যার ফলে একাধিক দলের 'ট্র্যাভেল প্ল্যানে' পরিবর্তন আসছে। বিমানযাত্রার আরামদায়ক সফর ছেড়ে সড়কপথে যাত্রা করতে হবে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে।

Advertisement

অপারেশন সিঁদুরের পর দেশজুড়ে দুশোরও বেশি উড়ান বাতিল করেছে একাধিক বিমান সংস্থা। বন্ধ করা হয়েছে ১৮টি বিমানবন্দর। জানা গিয়েছে, শ্রীনগরের পাশাপাশি বুধবার সারাদিনের জন্য বন্ধ থাকবে লেহ, অমৃতসর এবং চণ্ডীগড় বিমানবন্দর। এগুলি ছাড়াও তালিকায় রয়েছে জম্মু, পাঠানকোট যোধপুর, জয়সলমের, সিমলা, ধর্মশালা এবং জামনগর বিমানবন্দরও। এর মধ্যে ধর্মশালা ও চণ্ডীগড় বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব সরাসরি পড়ছে আইপিএলে।

আসলে বৃহস্পতিবার আইপিএলে ধর্মশালাতেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামার কথা দিল্লি ক্যাপিটালসের। আবার আগামী ১১ মে ধর্মশালাতেই পাঞ্জাব খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। বিমান পরিষেবা বন্ধ থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে ৩ দলকেই। ৮ তারিখের ম্যাচের জন্য অবশ্য দিল্লি এবং পাঞ্জাব দুই দলই পৌঁছে গিয়েছে ধর্মশালায়। তবে ম্যাচ শেষে ফেরার সময় দিল্লি ক্যাপিটালস কোনও বিমান পরিষেবা পাবে না। সেক্ষেত্রে সড়ক পথেই ধর্মশালা থেকে দিল্লি ফিরতে হবে কেএল রাহুল, অক্ষর প্যাটেলদের।

একই পরিস্থিতি হবে মুম্বইয়েরও। ১১ মে ম্যাচের আগে মুম্বইকেও দিল্লি থেকে দীর্ঘ সড়কপথে যেতে হবে ধর্মশালা। প্রথমে ঠিক ছিল বৃহস্পতিবারের মধ্যে আকাশপথে রোহিত শর্মারা পৌঁছে যাবেন ধর্মশালায়। কিন্তু ধর্মশালা বিমানবন্দরে বিমান অবতরণই বন্ধ। আবার নিকটবর্তী চণ্ডীগড় বিমানবন্দরও বন্ধ। ফলে মুম্বই ইন্ডিয়ান্সকেও দিল্লিতে নেমে সড়ক পথেই যেতে হবে ধর্মশালা। দিল্লি থেকে ধর্মশালার দূরত্ব নেহাত কম নয়। সাড়ে চারশো কিলোমিটারের বেশি। এত দীর্ঘ রাস্তা সড়কপথে যাতায়াত রীতিমতো কষ্টসাধ্য। তবে প্রয়োজনে এই পরিকল্পনা করতেও বিশেষ আপত্তি নেই আইপিএলের দলগুলির। যদিও এখনই এই ট্র্যাভেল প্ল্যান চূড়ান্ত নয়। তার আগে আকাশসীমা বন্ধ থাকার সিদ্ধান্ত প্রত্যাহার হলে আগের মতোই আকাশপথে যাতায়াত করতে পারে দলগুলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুরের সরাসরি প্রভাব পড়ছে আইপিএলে।
  • ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর দেশের সীমান্তবর্তী এলাকার ১৮টি বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে।
  • যার ফলে একাধিক দলের 'ট্র্যাভেল প্ল্যানে' পরিবর্তন আসছে।
Advertisement