সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ কোটির ঋষভ পন্থ চলতি আইপিএলে ১২ ম্যাচে করেছেন মাত্র ১৩৫ রান। গড় ১২.২৭। পরিসংখ্যানই বলে দিচ্ছে তাঁর ছন্দহীনতার কথা। এমন পারফরম্যান্সের প্রভাব নেতৃত্বেও পড়ছে। উইকেটের পিছনেও আহামরি লাগেনি তাঁকে। তবে পন্থের ফর্মহীনতা প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ যোগরাজ সিং।
তিনি মনে করেন, মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পন্থের সমস্যা সমাধান সম্ভব। যুবরাজ সিংয়ের বাবা বলেন, "ওর সমস্যা ঠিক করতে মাত্র পাঁচ মিনিট লাগবে। ওর মাথা স্থির নেই। বাঁ কাঁধ অনেক বেশি খুলে যাচ্ছে। পন্থের মধ্যে প্রতিভার অভাব নেই। একটু মন দিয়ে খেললেই খুব তাড়াতাড়ি নিজের সেরা ফর্মে ফিরবে পন্থ।" এভাবেই তিনি ইংল্যান্ড সফরের আগে বাতলে দিয়েছেন লখনউ অধিনায়কের ফর্মে ফেরার দাওয়াই।
গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ৭ রানে আউট হয়ে যাওয়ার পর এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে হতাশ হয়ে স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে ভিআইপি বক্সে ঢুকে যেতে দেখা যায়। দ্রুত ছড়িয়ে পড়ে এই ভিডিও। যদিও পরে সঞ্জীব গোয়েঙ্কা লেখেন, ‘আইপিএলের দ্বিতীয় পর্ব চ্যালেঞ্জিং ছিল। তবে আমাদের জন্য ভালো কিছুও ঘটেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। মনোবলও অটুট ছিল। এখনও আমাদের দু’টি ম্যাচ বাকি। চলো, আমরা মনের আনন্দে খেলি।’ আর এই আবহে আলাদা মাত্রা দিল যোগরাজ সিংয়ের মন্তব্য।
বৃহস্পতিবার পন্থের লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। এরপর দিল্লির ম্যাচ পাঞ্জাব কিংসের সঙ্গে ২৪ মে। লখনউ ইতিমধ্যেই ছিটকে গিয়েছে প্লে অফের লড়াই থেকে। সেই কারণে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে পন্থ চাইবেন এই দু'টো ম্যাচে ফর্মে ফিরতে।
