সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহা নিলামের আগে মহা প্রশ্ন ছিল, আরসিবির অধিনায়ক হবেন কে? ফের বিরাট কোহলিই (Virat Kohli) দায়িত্ব নিতে পারেন, এমন জল্পনাও ছিল। নিলামে সে অর্থে 'নেতা' না তুলতে পারায় সেই চর্চা আরও বাড়ে। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর নেতৃত্ব বর্তায় রজত পাতিদারের উপর। যে সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন।
কিন্তু কেন বিরাটের বিকল্প হিসেবে রজতকে বেছে নেয় আরসিবি (RCB)? সেই বিষয়ে বেঙ্গালুরুর উইকেটকিপার জিতেশ শর্মার সাফ বক্তব্য, "আমি জানি না কেন বিরাট অধিনায়ক হতে চায়নি। আমি ম্যানেজমেন্টের অংশ নই। যদি আমি তার অংশ হই, তাহলে নিশ্চয়ই জানাব। তবে আমার মতে যেহেতু ও দু-তিন বছর অধিনায়ক ছিল না, তাই এবছরও দায়িত্ব নিতে রাজি হয়নি। সেক্ষেত্রে রজতই সেরা বিকল্প ছিল।"
অর্থাৎ কিছুটা বাধ্য হয়েই রজতের দিকে ঝোঁকে আরসিবি। সেটাই যেন ফাঁস করে দিলেন জিতেশ। এমনকী তিনি আগে থেকে জানতেন না যে কে অধিনায়ক হবেন। তিনি বলেন, "রজত পাতিদার যে অধিনায়ক হবে, সেটা আগে জানতে পারিনি। যখন সবাই জেনেছে, আমিও তখনই জেনেছি। কিন্তু ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন থাকলে কিছু জিনিস বুঝে নিতে হয়। তবে বিরাট ভাই অধিনায়ক হতে চায়নি।"
২০১৩ সালে প্রথম আরসিবি-র অধিনায়ক হন বিরাট। তবে ২০২১ সালে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। অন্যদিকে ওই বছর থেকেই বেঙ্গালুরুতে খেলছেন রজত। এবার তাঁর কাঁধে বড় দায়িত্ব। এদিন আরসিবি-র অনুশীলনে যোগ দিয়েছেন কোহলি। তাঁদের প্রথম ম্যাচ ২২ মার্চ, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।