shono
Advertisement
IPL 2025:

বাইশ গজের সব্যসাচী! প্রথম বোলার হিসাবে দু'হাতে বল করে আইপিএলে ইতিহাস কামিন্দুর, সাক্ষী ইডেন

দু'হাতে বল করা নিয়ে কী বলছে আইসিসির নিয়ম?
Published By: Prasenjit DuttaPosted: 12:32 PM Apr 04, 2025Updated: 12:32 PM Apr 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে 'বাইশ গজের সব্যসাচী' বলাই যায়। দু'হাতেই তিনি সমান পারদর্শী। ইডেন গার্ডেন্স দেখল এমনই একজনকে। কামিন্দু মেন্ডিস। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যাঁর আইপিএলে অভিষেক হয়েছে বৃহস্পতিবার। সেখানে তিনি দু'হাতে বল করে অনন্য এক নজির গড়েছেন। 

Advertisement

আইপিএলের ইতিহাসে প্রথম দু'হাতি বোলার হিসেবে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন তিনি। এর আগে কোনও বোলারকেই দু'হাতে বল করতে দেখা যায়নি। বৃহস্পতিবার একটি উইকেটও নিয়েছেন। কেকেআরের ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে অঙ্গকৃষ রঘুবংশীকে ফেরান শ্রীলঙ্কান এই অলরাউন্ডার। এর আগেও তিনি দু'হাতে বল করে নজরেই ছিলেন। এবার আইপিএলের মঞ্চেও 'সব্যসাচী বোলার' হিসেবে আলোয় এলেন। যদিও সানরাইজার্স অধিনায়ক তাঁকে এক ওভারের বেশি বল করাননি।

গত বছর জুলাইয়ে ভারত-শ্রীলঙ্কার মধ্যে একটি টি-টোয়েন্টি ম্যাচেও দু'হাতে বল করেছিলেন মেন্ডিস। সূর্যকুমার যাদবকে বাঁ-হাতে, রিঙ্কু সিংকে ডানহাতে বল করতে দেখা গিয়েছিল তাঁকে। বৃহস্পতিবারের ইডেনে তাঁর প্রথম, তৃতীয় ও চতুর্থ ডেলিভারিটি ছিল বাঁ-হাতে। বাকি তিন ডেলিভারি ডানহাতে। যে বলটিতে যিনি অঙ্গকৃষকে ফেরান, সেটা বাঁ-হাতে। তাঁকে মারতে গিয়ে ক্যাচ আউট হন অঙ্গকৃষ।

এখন প্রশ্ন হল, কোনও বোলার কি দু'হাতে বল করতে পারে? কী বলছে আইসিসির নিয়ম? কোনও বোলার দুই হাতে বল করতেই পারেন। সেক্ষেত্রে তাঁকে সবার আগে আম্পায়ারকে জানাতে হবে। একই সঙ্গে স্ট্রাইকিং এন্ডে থাকা ব্যাটারকেও এই বিষয়ে অবগত থাকতে হবে। যদি আম্পায়ারকে না জানিয়ে তিনি অন্য হাতে বল করেন, তাহলে সেটা নো বল। যদিও সেসব কিছুই হয়নি। উল্লেখ্য, কামিন্দু মেন্ডিসকে ৭৫ লক্ষ টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। কামিন্দু এক ওভারে চার রানে ১ উইকেট নিলেও তাঁর দল কিন্তু কেকেআরের কাছে ৮০ রানে হেরে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁকে 'বাইশ গজের সব্যসাচী' বলাই যায়।
  • দু'হাতেই তিনি সমান পারদর্শী।
  • ইডেন গার্ডেন্স দেখল এমনই একজনকে।
Advertisement