shono
Advertisement
KKR

ইডেনের ইতিহাসে সব থেকে বড় টিফো! লখনউ ম্যাচে চমক দিতে তৈরি নাইট ভক্তরা

শাহরুখ খান থেকে আইপিএল জয়, কী থাকছে এই টিফোতে?
Published By: Arpan DasPosted: 01:23 PM Apr 08, 2025Updated: 01:42 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত ফুটবল মাঠের সঙ্গেই জড়িয়ে টিফো শব্দটি। প্রিয় ক্লাবের ঐতিহ্য, সংস্কৃতি, ফুটবলারদের লড়াই তুলে ধরা হয় টিফোর মাধ্যমে। যুবভারতীতে মোহনবাগান বা ইস্টবেঙ্গল ম্যাচে প্রায়ই নজরে পড়ে নিত্যনতুন টিফো। গতবার সেই উৎসবে শামিল হয়েছিল ইডেন গার্ডেন্সও। কেকেআরের ম্যাচে অভিনব টিফো তৈরি করেছিল হাওড়ার নাইট ভক্তরা। এবারও সেই উদ্যোগে শামিল 'এসআরকে রয়্যালস হাওড়া'। আর তাঁদের বক্তব্য, ইডেনের ইতিহাসের সবচেয়ে বড় টিফো তৈরি করছে তাঁরা।

Advertisement

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউয়ের বিরুদ্ধে মহারণ। সেখানে রাহানে-রাসেলদের তাতিয়ে দিতে পারে দর্শক উন্মাদনা। কারণ, ইডেনের ইতিহাসের শুধু সবচেয়ে বড় টিফো নয়, যা আসলে থ্রি-ডি টিফো নিয়ে হাজির হবে এসআরকে রয়্যালস হাওড়া। এই টিফোর মধ্যমণি শাহরুখ খান। জনপ্রিয় ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'-এর সূত্র ধরে এটি তৈরি করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, এই টিফোতে নাইট রাইডার্সের ইতিহাস ধরা থাকবে। তিন-তিনবার আইপিএল জয়ের ছবিও থাকবে সেখানে।

এই বিষয়ে এক্সট্রা টাইম বাংলাকে 'এসআরকে রয়্যালস হাওড়া'র তরফ থেকে জানানো হয়, "আমরা আগের বছর একটা টিফো করেছিলাম। কেকেআর থেকে সেটা পোস্ট করা হয়েছিল। শাহরুখ খানও সেটির প্রশংসা করেছিলেন। আইপিএলে যেহেতু সেভাবে টিফোর চল নেই, আমরা সেটাই শুরু করতে চাই। শুধু কেকেআর নয়, অন্য দলও যেন সেটা করে। মানি হাইস্টের ধারণা থেকে আমরা একটা থ্রি ডি টিফো তৈরির পরিকল্পনা করছি।" এছাড়া বেঙ্গালুরুর শাহরুখ খান ভক্তরাও এই পরিকল্পনায় শামিল হয়েছেন।

উল্লেখ্য, গতবারও এই সংগঠনের পক্ষ থেকে একটি টিফো তৈরি করা হয়েছিল। সেখানে শাহরুখ খান তো ছিলেনই, সঙ্গে ছিল রিঙ্কু-রাসেল-নারিনদের ছবি। আর ছিলেন গতবারের মেন্টর গৌতম গম্ভীর। এবার তারা কি চমক দেয়, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাধারণত ফুটবল মাঠের সঙ্গেই জড়িয়ে টিফো শব্দটি।
  • প্রিয় ক্লাবের ঐতিহ্য, সংস্কৃতি, ফুটবলারদের লড়াই তুলে ধরা হয় টিফোর মাধ্যমে।
  • গতবার সেই উৎসবে শামিল হয়েছিল ইডেন গার্ডেন্সও। কেকেআরের ম্যাচে অভিনব টিফো তৈরি করেছিল হাওড়ার নাইট ভক্তরাও।
Advertisement